হোম খুলনাবাগেরহাট মোল্লাহাটে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত

মোল্লাহাটে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত

কর্তৃক Editor
০ মন্তব্য 62 ভিউজ
মোল্লাহাট (বাগেরহাট) সংবাদদাতা:
বাগেরহাটের মোল্লাহাটে ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস ২০২৫ যথাযোগ্য মর্যাদা ও উৎসব মূখর পরিবেশে উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষ্যে মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।
সূর্যোদয়ের সাথে সাথে উপজেলা পরিষদ চত্বরে জাতীয় পতাকা উত্তোলন ও শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়। সর্ব প্রথম শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন উপজেলা প্রশাসন। পর্যায়ক্রমে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড, মোল্লাহাট থানা, স্বাস্থ্য কমপ্লেক্স, ফায়ার সার্ভিস, সোনালী ব্যাংক পিএলসি, পল্লী বিদ্যুৎ, উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, ছাত্রদল, এনসিপি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও মোল্লাহাট প্রেসক্লাব।
এরপর সকাল ৯ টায় খলিলুর রহমান ডিগ্রি কলেজ মাঠে আনুষ্ঠানিকভাবে জাতীয় সংগীতের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন, বিভিন্ন বাহিনী ও শিক্ষা প্রতিষ্ঠানের মার্চ পাস্ট, কুচকাওয়াজ, শরীর চর্চা, বীর মুক্তিযোদ্ধা, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান, আলোচনা সভা, লাঠি খেলা, আলোক সজ্জা, সংস্কৃতি অনুষ্ঠান ও বিজয় মেলা অনুষ্ঠিত হয়। এসকল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শ্যামানন্দ কুন্ডু। আলোচনা সভায় সভাপতিত্ব করেন সহকারী কমিশনার (ভূমি) সুস্মিতা সাহা। বিশেষ অতিথি ছিলেন অফিসার ইনচার্জ কাজী রমজানুল হক।
অন্যান্য অতিথিবৃন্দের মধ্যে ছিলেন বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য শেখ মুজিবর রহমান ও এ্যাডঃ শেখ ওয়াহিদুজ্জামান দিপু, জেলা বিএনপি’র সদস্য ইঞ্জিনিয়ার মাসুদ রানা, উপজেলা বিএনপি’র সভাপতি শেখ হাফিজুর রহমান, সাধারণ সম্পাদক মোঃ হারুন আল রশীদ, উপজেলা জামায়াতের নায়েবে আমির হাফেজ আব্দুস সবুর সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা বৃন্দ, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রমূখ।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন