হোম খুলনাসাতক্ষীরা দেবহাটা থানার নবাগত ওসির সাথে রিপোর্টার্স ক্লাবের সাংবাদিকদের সৌজন্যে সাক্ষাৎ 

দেবহাটা থানার নবাগত ওসির সাথে রিপোর্টার্স ক্লাবের সাংবাদিকদের সৌজন্যে সাক্ষাৎ 

কর্তৃক Editor
০ মন্তব্য 46 ভিউজ
আব্দুল্লাহ আল মামুন:
দেবহাটা থানার নবাগত ওসি মোহাম্মদ জাকির হোসেন এর সাথে দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সাংবাদিকরা সৌজন্যে সাক্ষাৎ করেছে। ১৩ ডিসেম্বর ২০২৫, শনিবার দুপুরে দেবহাটা থানায় যেয়ে নবাগত ওসির সাথে সৌজন্যে সাক্ষাৎ করেন। সাক্ষাৎ এর আগে সকাল ১১ টায় দেবহাটা রিপোর্টার্স ক্লাবে এক জরুরী আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সৌজন্যে সাক্ষাৎ এর সময় উপস্থিত ছিলেন দেবহাটা রিপোর্টার্স ক্লাবের উপদেষ্টা সাংবাদিক হাফেজ জি এম আব্বাসউদ্দীন, রিপোর্টার্স ক্লাবের সভাপতি ডাঃ অহিদুজ্জামান, সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধা জামছেদ আলম, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, সাংগঠনিক সম্পাদক ডাঃ আমিরুল ইসলাম, কোষাধ্যক্ষ আবীর হোসেন লিয়ন, দপ্তর সম্পাদক হিরণ কুমার মন্ডল, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক শহিদুল ইসলাম, প্রচার সম্পাদক রিয়াজ কামাল মামুন, কার্যনির্বাহী সদস্যরা যথাক্রমে মহিউদ্দিন আহমেদ লাল্টু, রফিকুল ইসলাম, কবিরুল আহছান ডালিম, তাসকিন আহমেদ শাওন, সদস্য জাহিদ হাসান, রবিউল ইসলাম ও আব্দুস সবুর প্রমুখ। এসময় তিনি বলেন, এখন থেকে পেট্রোল ও জ্বালানি তৈল্য অনুমোদন বিহীন খোলা বাজারে বিক্রয় করা যাবে না। বৈধ কাগজ ছাড়া মটর সাইকেল চালানো যাবে না, এক মটর সাইকেলে ২ জনের অধিক উঠতে পারবে না। মটর সাইকেল চালকদের উদেশ্য করে বলেন, “নো হেলমেট, নো ফুয়েল ” তিনি আরো বলেন, এবারের নির্বাচন হবে সচ্ছ ও ফেয়ার, সেজন্য আপনাদেরকেও সঠিক তথ্য দিয়ে সহযোগিতা করতে হবে, আমার এই বার্তা গুলো আপনাদের লিখুনির মাধ্যমে প্রচার করতে হবে। নির্বাচন সুষ্ঠ ও নিরপেক্ষ ভাবে করতে দেবহাটা উপজেলার প্রিজাইটিং অফিসার ও পোলিং এজেন্ট হতে হবে নিরপেক্ষ। তাই বিতর্কিত প্রিজাইটিং অফিসার ও পোলিং এজেন্ট নির্বাচিত হলে আমাকে জানাতে হবে, বিতর্কিতদের বাদ দেওয়া হবে। তাছাড়া আপনাদের এলাকায় ফ্যাসিষ্ঠ ও নির্বাচন বানচাল ষড়যন্ত্রকারী সন্দেহ হলে আমাকে জানাবেন। আপনারা সংবাদ প্রকাশের সময় সঠিকের পক্ষে থাকবেন। দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সাংবাদিকদের সঠিক তথ্য প্রকাশে কোন প্রকার সমস্যার সম্মুখীন হলে তিনি সকল প্রকারের সহযোগিতা করার আশ্বাস প্রদান করেন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন