হোম খুলনাযশোর মনিরামপুরে আলেম-ওলামাদের সঙ্গে ধানের শীষের প্রার্থী আলহাজ্ব এডভোকেট শহীদ ইকবাল হোসেনর মতবিনিময়

মনিরামপুরে আলেম-ওলামাদের সঙ্গে ধানের শীষের প্রার্থী আলহাজ্ব এডভোকেট শহীদ ইকবাল হোসেনর মতবিনিময়

কর্তৃক Editor
০ মন্তব্য 65 ভিউজ
মনিরামপুর (যশোর) প্রতিনিধি:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর মনোনীত যশোর-৫ (মনিরামপুর) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অ্যাডভোকেট শহীদ মো. ইকবাল হোসেন গতকাল (বুধবার, ১০ ডিসেম্বর) মনিরামপুর উপজেলা পরিষদ হলরুমে আলেম-ওলামাদের সঙ্গে এক মতবিনিময় আলোচনা ও দোয়া অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
বাংলাদেশ জমিয়াতুল মুদার্রেছীন মনিরামপুর উপজেলা শাখার উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বাংলাদেশ জমিয়াতুল মুদার্রেছীন মনিরামপুর উপজেলা শাখার সভাপতি মো. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মনিরামপুর উপজেলা বিএনপির সভাপতি ও ধানের শীষ প্রতীকের মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব অ্যাডভোকেট শহীদ মো. ইকবাল হোসেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—বাংলাদেশ জমিয়াতুল মুদার্রেছীন যশোর জেলা শাখার সভাপতি ও কেন্দ্রীয় সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ নুরুল ইসলাম।বাংলাদেশ জমিয়াতুল মুদার্রেছীন মনিরামপুর উপজেলা ও যশোর জেলা শাখার সম্পাদক মো. মহসিন আলী।
এছাড়াও, মনিরামপুর উপজেলা বিএনপির সহ-সভাপতি মকবুল ইসলাম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হাই, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর বিশ্বাস, সহ-সভাপতি মাস্টার এ.কে আজাদ সহ বাংলাদেশ জমিয়াতুল মুদার্রেছীন মনিরামপুর শাখার বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় প্রধান অতিথি শহীদ মো. ইকবাল হোসেন আলেম-ওলামাদের বিভিন্ন দাবি-দাওয়া ও এলাকার সামগ্রিক উন্নয়ন নিয়ে আলোচনা করেন এবং সকলের দোয়া ও সমর্থন কামনা করেন। শেষে দেশ ও জাতির কল্যাণে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন