হোম অন্যান্যসারাদেশ বাগেরহাটে ছাগলের গায়ে কাদাঁমাখা নিয়ে সংঘর্ষে নিহত ১, আহত ৪

বাগেরহাটে ছাগলের গায়ে কাদাঁমাখা নিয়ে সংঘর্ষে নিহত ১, আহত ৪

কর্তৃক
০ মন্তব্য 79 ভিউজ

বাগেরহাট অফিস :

বাগেরহাটে শরণখোলায় ছাগলের গায়ে কাদাঁমাখা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে জাকির জোমাদ্ধার (৪৮) নামের এক ব্যাক্তি নিহত হয়েছে। মঙ্গলবার বিকালে শরনখোলা উপজেলা ধানসাগর গ্রামে জাকির জোমাদ্দার ও তার প্রতিবেশী মন্টুর পরিবারের সাথে এ সংঘর্ষের ঘটনা ঘটে।এসময় উভয় পক্ষের আরও চারজন আহত হন। নিহত জাকির জোমাদ্ধার শরণখোলা উপজেলার ধানসাগর গ্রামের সোমেদ জোমাদ্দারের ছেলে।

শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসকে আব্দুল্লাহ আল সাঈদ বলেন, মঙ্গলবার জাকিরের বড় ভাইয়ের ছাগল প্রতিবেশী মন্টুর ক্ষেতে যায়। এসময় মন্টু বা তার লোকেরা ছাগলটির শরীরে কাঁদা মেখে দেয়। ছাগলের শরীরের কেন কাঁদা মাখানো হল এ বিষয়টি জানার জন্য জাকির জোমাদ্দার মন্টুর কাছে জানতে চান। কথা-কাটির এক পর্যায়ে দুই পক্ষের মাঝে সংঘর্ষ হয়।

সংঘর্ষের এক পর্যায়ে জাকিরের মাথায় টর্চ লাইট দিয়ে আঘাত করে প্রতিপক্ষরা। পরে জাকিরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক জাকিরকে মৃত ঘোষনা করেন। তিনি আরও বলেন, আমরা জাকিরের মরদেহ উদ্ধার করেছি।বুধবার সকালে ময়না তদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালে পাঠানো হয়েছে।হত্যার ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। জড়িতদের আটকের জন্য পুলিশের অভিযান শুরু করেছে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন