হোম খুলনাযশোর মনিরামপুর প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে নবাগত ইউএনও’র মতবিনিময়

মনিরামপুর প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে নবাগত ইউএনও’র মতবিনিময়

কর্তৃক Editor
০ মন্তব্য 58 ভিউজ
মনিরামপুর (যশোর) প্রতিনিধি ঃ
যশোরের মনিরামপুর প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে উপজেলা প্রশাসনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার  সন্ধ্যায় প্রেসক্লাবের নিজস্ব ভবনের হলরুমে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদ্য যোগদানকারী মনিরামপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ সম্রাট হোসেন।
প্রেসক্লাবের সভাপতি এস এম মজনুর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোতাহার হোসেন দুষ্টু’র সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবং বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ মাসুদুর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মোঃ ইয়ারুল হক, যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ রেজাউল ইসলাম। আলোচনা সভায় প্রধান অতিথি নবাগত মনিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সম্রাট হোসেন বলেন, মনিরামপুরে যতদিন থাকবো প্রেসক্লাব উন্নয়নের পাশাপাশি সমগ্র উপজেলার সকল উন্নয়নমূলক কাজ নিরলস ভাবে করা হবে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে সর্বোচ্চ নিরপেক্ষতা বজায় রেখে সুষ্ঠুভাবে ভোটগ্রহণ কার্যক্রম সম্পাদনা করার চেষ্টা করবো। এছাড়া তিনি সাংবাদিকদের নিকট বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের দাবি জানিয়ে আরও বলেন,  মনিরামপুর পৌরসভার যানজট নিরসনসহ উপজেলার সাধারণ জনগণকে অন্যায় অত্যাচার থেকে ন্যায় বিচার নিশ্চিত করার আপ্রাণ চেষ্টা করবো। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, দাতা সদস্য মালয়েশিয়া প্রবাসী মোঃ আলী হোসেন, প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য ও সিনিয়র সাংবাদিক আলহাজ্ব নিছার উদ্দিন খান অযম, সাবেক সভাপতি ফারুক আহম্মেদ লিটন, অধ্যাপক আব্বাস উদ্দিন, মোঃ মনিরুজ্জামান, অধ্যাপক বোরহান উদ্দিন জাকির, শাহিনুর রহমান পান্না, সহযোগী অধ্যাপক বাবুল আকতার, প্রেসক্লাবের সহসভাপতি ইলিয়াস হোসেন, জি এম ফারুক আলম, সাংগঠনিক সম্পাদক এস এম সিদ্দিক, হোসেন, দপ্তর সম্পাদক আব্দুল্লাহ আল-মামুন সোহান, সদস্য নূরুল হক, অধ্যাপক আলাউদ্দিন প্রমুখ। আলোচনা সভার পূর্বে অতিথি বৃন্দকে মনিরামপুর প্রেসক্লাবের সাংবাদিকদের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন