হোম খুলনাবাগেরহাট ফকিরহাটে আন্তর্জাতিক দুর্নীতি প্রতিরোধ দিবস পালিত

ফকিরহাটে আন্তর্জাতিক দুর্নীতি প্রতিরোধ দিবস পালিত

কর্তৃক Editor
০ মন্তব্য 53 ভিউজ

ফকিরহাট প্রতিনিধি:

“দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বে আগামীর শুদ্ধতা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাগেরহাটের ফকিরহাটে আন্তর্জাতিক দুর্নীতি প্রতিরোধ দিবস পালিত হয়েছে।

এ উপলক্ষ্যে উপজেলা প্রশাসন ও বাগেরহাট দুর্নীতি দমন কমিশনের উদ্যোগে মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ সম্প্রসারিত কমপ্লেক্স ভবন চত্ত¡রে পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। এরপর মানববন্ধন কর্মসূচী পালন করা হয়।
পরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যক্ষ মিজানুর রহমানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমনা আইরিন। বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভ‚মি) এএসএম শাহনেওয়াজ মেহেদী, উপজেলা কৃষি কর্মকর্তা শেখ সাখাওয়াত হোসেন, উপজেলা প্রকৌশলী মো: আজিজুর রহমান, মেডিকেল অফিসার ডা: শাওন কুমার দাশ, মহিলা বিষয়ক কর্মকর্তা তাহিরা খাতুন।

উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজ আসাদুজ্জামানের সঞ্চালনায় এসময় উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি প্রধান শিক্ষক সর্দার হাফিজুর রহমান, সাধারন সম্পাদক প্রভাষক খান আল মুস্তাসিম বিল্লাহ সজল, সদস্য সাংবাদিক এম জাকির হোসেন, সহকারী প্রধান শিক্ষক মোসা: শাহিদা খাতুন, সিনিয়র শিক্ষক আসমা খানম, প্রভাষক শেখ আল ইমলান, সহকারী শিক্ষক হৈমন্তী শুক্লা কুন্ডুসহ বিভিন্ন কর্মকর্তা ও বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন