হোম খুলনানড়াইল শপথ পাঠের মাধ্যমে নড়াইলে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত

শপথ পাঠের মাধ্যমে নড়াইলে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত

কর্তৃক Editor
০ মন্তব্য 69 ভিউজ

নড়াইল প্রতিনিধি:

নড়াইলে যথাযোগ্য মর্যাদা গুরুত্বের সঙ্গে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত হয়েছে। মঙ্গলবার ডিসেম্বর দিবসটি পালন উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে একই স্থানে এসে শেষ হয়। পরে  জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক . মোহাম্মদ আবদুল সালামের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আয়োজিত এই অনুষ্ঠানে সিভিল সার্জন ডা. আব্দুর রশীদ, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যক্ষ মনিরুজ্জামান মল্লিক,অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) লিংকন বিশ্বাস ,জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারন সম্পাদক কাজী হাফিজুর রহমানসহ,সরকারি কর্মকর্তা, দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসক . মোহাম্মদ আবদুল সালাম তাঁর বক্তব্যে বলেন, “দুর্নীতি একটি দেশের উন্নয়ন অগ্রগতির পথে প্রধান বাধা। কেবল প্রশাসনিক উদ্যোগ নয়, জনগণের সম্মিলিত সচেতনতা সহযোগিতা ছাড়া দুর্নীতি নির্মূল করা সম্ভব নয়। নিজ নিজ অবস্থান থেকে আমাদের সকলকে দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হতে হবে এবং স্বচ্ছতা জবাবদিহিতা নিশ্চিত করতে হবে।তিনি আরও বলেন সরকার দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানে আছে এবং প্রতিটি সরকারি দপ্তরে সর্বোচ্চ সততা বজায় রাখতে হবে।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) লিংকন বিশ্বাস বলেন, “দুর্নীতি কেবল আর্থিক নয়, এটি নৈতিক অবক্ষয়ও বটে। তরুণ প্রজন্মকে সততার আদর্শে অনুপ্রাণিত করতে পারলে ভবিষ্যতে একটি দুর্নীতিমুক্ত সমাজ গড়া সম্ভব হবে।

জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যক্ষ মনিরুজ্জামান মল্লিক বলেন, “জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি সমাজের সকল স্তরের মানুষকে সঙ্গে নিয়ে দুর্নীতিবিরোধী কার্যক্রম চালিয়ে যাচ্ছে। তৃণমূল পর্যায়ে জনসচেতনতা সৃষ্টি করাই আমাদের মূল লক্ষ্য।তিনি সমাজের সব শ্রেণীপেশার মানুষকে এই লড়াইয়ে যুক্ত হওয়ার আহ্বান জানান।

সিভিল সার্জন ডা. আব্দুর রশীদ স্বাস্থ্যখাতে স্বচ্ছতা নিশ্চিত করার উপর জোর দিয়ে বলেন, “সুস্থ উন্নত জাতি গঠনে দুর্নীতিমুক্ত স্বাস্থ্যসেবা অপরিহার্য।

আলোচনা সভা শেষে উপস্থিত সকল সরকারি কর্মকর্তা এবং অন্যান্য প্রতিনিধিকে দুর্নীতিবিরোধী শপথ পাঠ করানো হয়। এই শপথের মাধ্যমে তারা ব্যক্তিগত কর্মজীবনে সততা নৈতিকতা বজায় রাখার অঙ্গীকার করেন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন