মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধিঃ
বাগেরহাটের মোল্লাহাটে সংখ্যালঘু এক পরিবারের জমি দখল ও হামলার প্রতিবাদে মানববন্ধন হয়েছে। সোমবার বিকেল চারটায় উপজেলার আটজুড়ী ইউনিয়নের দত্তডাঙ্গা আশ্রম এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে ভুক্তভোগী পরিবারসহ স্থানীয় শতাধিক মানুষ অংশ নেন।
মানববন্ধনে বক্তব্য দিতে গিয়ে ভুক্তভোগী পরিবার অভিযোগ করে বলেন, ৫ আগস্টের পর থেকে তাদের জমি দখলসহ নানা ধরনের নির্যাতন চলছে। গত ৭ ডিসেম্বর সকাল ৯টার দিকে আজাদ খান, জাকির শিকদার ও রুবেল শিকদার তাঁদের পৈত্রিক জমির গাছ কাটতে গেলে বাধা দেন পঙ্কজ মণ্ডল (৭০) ও তাঁর স্ত্রী বাসন্তী মণ্ডল (৬২)। এ সময় পঙ্কজকে গাছের সঙ্গে বেঁধে এবং বাসন্তীকে কুড়াল দিয়ে পিটিয়ে আহত করা হয়। পরে স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে মোল্লাহাট স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
পঙ্কজ মণ্ডল জানান, কাহালপুর মৌজার ৪৩৬৫ নং দাগের তাঁদের পূর্বপুরুষদের ভোগদখলকৃত জমি দীর্ঘদিন ধরে আত্মসাতের চেষ্টা করছে একটি চক্র। পরিবারের অভিযোগ, গত ৫ আগস্ট রাতে প্রায় ৪০–৫০ জন লোক তাঁদের জমি জোর করে দখল করে এবং ঘরবাড়ি থেকে মালপত্র লুট করে। পরে সেখানে একটি টিনের ঘর বসিয়ে স্থায়ী দখলের চেষ্টা চালায় তারা। এ সময় ধর্মীয় অবমাননাকর গালি দেওয়া এবং প্রাণনাশের হুমকিরও অভিযোগ উঠেছে।
আরজুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ দুলাল মিয়া, সাংগঠনিক সম্পাদক মোঃ ইকবাল হোসেন, ৪নং ওয়ার্ড এনপি সভাপতি মোঃ জাহাঙ্গীর মোল্লাসহ মানববন্ধনে অংশ নেওয়া ব্যক্তিরা বলেন, অভিযুক্তরা দীর্ঘদিন ধরে এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসছে। স্থানীয় সালিশ বৈঠক, এমনকি প্রশাসন ও সেনাবাহিনীর হস্তক্ষেপের পরও তারা কোনো সমাধান মানছে না।
মানববন্ধনে বক্তারা বলেন, সংখ্যালঘু পরিবারটি নিরাপত্তাহীনতায় ভুগছে। দ্রুত প্রশাসনের কার্যকর পদক্ষেপ নিয়ে জমি দখল ও নির্যাতন বন্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা।
