আন্তর্জাতিক ডেস্ক:
ভারতে অতিথি হয়ে আসা রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ছয়টি বিশেষ উপহার দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
আনন্দবাজারের প্রতিবেদন অনুযায়ী, এই তালিকায় দেশের বিভিন্ন প্রান্তের বিখ্যাত ও ঐতিহ্যবাহী সামগ্রী স্থান পেয়েছে, যা ভারত-রাশিয়া দ্বিপাক্ষিক সম্পর্কের সাংস্কৃতিক গুরুত্বকে তুলে ধরে।
উপহার সামগ্রীর তালিকায় রয়েছে, সুস্বাদু আসাম ব্ল্যাক টি, কাশ্মীরি জাফরান, হাতে বানানো রূপার ঘোড়া, নকশাদার চা সেট ও ধর্মগ্রন্থ গীতার রুশ সংস্করণ।
পুতিনের হাতে মোদি তুলে দেওয়া উপহারগুলোর মধ্যে অন্যতম হলো রুশ ভাষায় অনুবাদ করা একটি ভগবদ গীতার অনুলিপি।
এই গ্রন্থে মহাভারতের যুদ্ধ শুরুর আগে অর্জুন এবং কৃষ্ণের মধ্যে যে কথোপকথন হয়েছিল, তা লিপিবদ্ধ রয়েছে। এই উপহারটির মাধ্যমে দুই দেশের মধ্যে আধ্যাত্মিক ও সাংস্কৃতিক বন্ধন আরও দৃঢ় করার বার্তা দেওয়া হয়েছে।
এছাড়াও পুতিনকে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার তৈরি একটি রুপার টি-সেট উপহার দিয়েছেন মোদি। এই উপহারের মাধ্যমে পশ্চিমবঙ্গের শিল্প ও সংস্কৃতির ছোঁয়া তুলে ধরা হয়েছে।
অন্যান্য উপহারের মধ্যে রয়েছে আসামের বিখ্যাত চা এবং কাশ্মীরের বিখ্যাত সুগন্ধী মশলা জাফরান।
এছাড়া মহারাষ্ট্রের তৈরি একটি রুপার ঘোড়া এবং উত্তরপ্রদেশের আগ্রায় তৈরি একটি মার্বেল পাথরের দাবার সেটও দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী।
এই উপহারগুলো মূলত ভারতের আঞ্চলিক ঐতিহ্য এবং কারুশিল্পকে তুলে ধরার চেষ্টা। ভারত এবং রাশিয়ার সম্পর্ক গত কয়েক বছরে আরও ঘনিষ্ঠ হয়েছে।
ভারত-রাশিয়া বার্ষিক সম্মেলন উপলক্ষে দু‘দিনের সফরে পুতিন ভারতে এসেছিলেন।
এ উপলক্ষে গত বৃহস্পতিবার রাতে বিমানবন্দরে নিজে রাশিয়ার প্রেসিডেন্টকে স্বাগত জানান মোদি।
