হোম খুলনানড়াইল নড়াইলের নবাগত জেলা প্রশাসেক সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা

নড়াইলের নবাগত জেলা প্রশাসেক সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা

কর্তৃক Editor
০ মন্তব্য 51 ভিউজ

মোস্তফা কামাল:
​নড়াইল জেলার সার্বিক উন্নয়ন কর্মকাণ্ডে গতিশীলতা আনয়ন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে, সাংবাদিক ও মিডিয়া কর্মীদের সাথে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার(৪ ডিসেম্বর)দুপুরে জেলা প্রসাশক ড.মোহাম্মদ আবদুল ছালাম এই মতবিনিময় সভা পরিচালনা করেন। এসময় উপস্থিত ছিলেন অতিঃ জেলা প্রশাসক(সার্বিক)লিংকনবিশ্বাস,অতিঃ জেলা প্রশাসক(রাজস্ব) আহসান মাহমুদ রাসেল,অতিঃ জেলা প্রশাসক(শিক্ষা)সারমিনা সাত্তার প্রমুখ ।
সভায় সাংবাদিক নেতৃবৃন্দ খাস জমি দখল,নদী দখল,শহরের পরিবেশ,কৃষি ব্যবস্থাপনা,সাংবাদিকদের নিরাপত্তা সহ নানা বিষয়ে বক্তব্য তুলে ধরে হতাশা হতাশা ব্যক্ত করেন। এসময় সাংবাদিক জহির ঠাকুর,সাইফুল ইসলাম তুহিন,কাজী সিরাজ ,কাজী হাফিজুর রহমান,মাহাবুবুর রশিদ লাবলু,অশোক কুন্ডু,এড.আজিজুর রহমান,এড.তারিকুজ্জামান লিটু, এড,আলমগীর সিদ্দিকী বক্তব্য রাখেন।
জেলা প্রশাসক ড. মোহাম্মদ আবদুল ছালাম তার বক্তব্যে উপস্থিত সাংবাদিকদের উত্থাপিত বিষয়গুলো দ্রুত খতিয়ে দেখে যথাযথ ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন। তিনি বলেন, জনগণের কল্যাণে জেলা প্রশাসন সবসময় সাংবাদিকদের পাশে আছে। ভবিষ্যতে এই ধরনের মতবিনিময় সভা নিয়মিতভাবে অনুষ্ঠিত হবে বলে তিনি প্রতিশ্রুতি দেন।

​সভায় নড়াইলে কর্মরত বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন