হোম খুলনাযশোর জাতীয় প্রতিবন্ধী পুরস্কার পেল মনিরামপুরের লিতুনজিরা

জাতীয় প্রতিবন্ধী পুরস্কার পেল মনিরামপুরের লিতুনজিরা

কর্তৃক Editor
০ মন্তব্য 58 ভিউজ

মনিরামপুর (যশোর) প্রতিনিধিঃ
৩৪তম আন্তর্জাতিক ও ২৭তম জাতীয় প্রতিবন্ধী দিবস উপলক্ষে অসামান্য সাহস, প্রতিভা ও অদম্য ইচ্ছাশক্তির স্বীকৃতিস্বরূপ যশোরের মনিরামপুরের লিতুনজিরা জাতীয় প্রতিবন্ধী পুরস্কার ও সম্মাননা স্মারক অর্জন করেছেন। বুধবার ঢাকায় সমাজকল্যাণ মন্ত্রণালয় ও জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন আয়োজিত কেন্দ্রীয় অনুষ্ঠানে তাকে এ সম্মাননা প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজকল্যাণ ও মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস. মুরশিদ, যিনি লিতুনজিরার হাতে স্মারক ও পুরস্কার তুলে দেন।

সম্মাননা প্রদানের জন্য পাঁচটি ক্যাটাগরিতে ১০ জন সফল প্রতিবন্ধী ব্যক্তি, প্রতিবন্ধিতা উত্তরণে কাজ করা ৩ ব্যক্তি, ৩ প্রতিষ্ঠান, দুইজন সফল পিতা-মাতা ও দুইজন কেয়ারগিভারকে পুরস্কৃত করা হয়। এরমধ্যে লিতুনজিরা ছিলেন অন্যতম আলোচিত নাম।
যশোরের মনিরামপুর উপজেলার শেখপাড়া খানপুর গ্রামের হাবিবুর রহমান ও জাহানারা খাতুনের মেয়ে লিতুনজিরা জন্মগ্রহণ করেন চার হাত-পা ছাড়াই। শারীরিক প্রতিবন্ধকতা থাকলেও তার মেধা, মনন ও দৃঢ়তা স্থানীয়দের বিস্মিত করে।

ছোটবেলা থেকেই মুখ দিয়ে লিখে পড়াশোনা শেখা লিতুনজিরা সমাপনী পরীক্ষায় স্থানীয় খানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে জিপিএ–৫ অর্জন করেন। পরে গোপালপুর স্কুল অ্যান্ড কলেজে ভর্তি হয়ে নিয়মিত পড়াশোনার পাশাপাশি সৃজনশীল কাজেও প্রশংসা অর্জন করেন।

২০২৫ সালের এসএসসি পরীক্ষায় যশোর বোর্ডের বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ–৫ পেয়ে জাতীয় পর্যায়ে আলোচনায় আসেন। পড়াশোনার পাশাপাশি রচনা প্রতিযোগিতা, গান, সাংস্কৃতিক ও কারিকুলাম অ্যাক্টিভিটিতেও তিনি বহুবার পুরস্কার অর্জন করেছেন।
শারীরিক প্রতিবন্ধকতাকে শক্তিতে পরিণত করে লিতুনজিরা আজ দেশের অনেক বিশেষ চাহিদাসম্পন্ন ও সাধারণ শিক্ষার্থীদের অনুপ্রেরণা। সমাজকল্যাণ মন্ত্রণালয় তার এ সাফল্যকে ‘অদম্য মেধা ও ইচ্ছাশক্তির প্রতীক’ হিসেবে উল্লেখ করেছে।

সম্মাননার মাধ্যমে তার সম্ভাবনার আরও দ্বার উন্মোচিত হবে এবং সমাজে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের প্রতি ইতিবাচক দৃষ্টিভঙ্গি আরও সুদৃঢ় হবে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন