হোম খুলনাসাতক্ষীরা দেবহাটায় চাঁদপুর স. প্রা. বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক স্কুল না করেই বেতন নেন !

দেবহাটায় চাঁদপুর স. প্রা. বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক স্কুল না করেই বেতন নেন !

কর্তৃক Editor
০ মন্তব্য 44 ভিউজ
দেবহাটা প্রতিনিধিঃ
শিক্ষা জাতির মেরুদন্ড ও মানুষের মৌলিক অধিকার হলেও দেবহাটা উপজেলার নওয়াপাড়া ইউনিয়নের চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের এই অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। ওই বিদ্যালয়ের ভাঃপ্রধান শিক্ষক আব্দুল হান্নান স্কুলে যোগদানের পর থেকেই মাসের পর মাস ক্লাস না করেই বেতন নিচ্ছেন তিনি। তিনি শুধু দিনে এক বার করে বিদ্যালয়ে গিয়ে হাজিরা খাতায় স্বাক্ষর দিয়েই চলে আসেন। ৩রা ডিসেম্বর (বুধবার) চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে ৯:৫০মিনিটে ও স্কুল বন্ধ ও তালা মারা পাওয়া যায়। সাংবাদিকদের উপস্থিতি জানতে পেরে চাঁদপুর গ্রামের বাসিন্দারা ও বেশ কয়েকজন অভিভাবক জড়ো হয়েছে তাদের মনের ক্ষুব্ধতা ব্যক্ত করেন।
উপজেলা সহকারী শিক্ষা অফিসার শাহাজাহান আলী বলেন, আমরা নিয়মিত উপজেলার পত্যেক স্কুলে তদারকি করছি। ৩রা ডিসেম্বর তিনি ব্যক্তিগত কাজের জন্য স্কুলে থাকবেন না  সেটি মৌখিক ভাবে তাকে জানিয়েছেন বলে তিনি বলেন।
উপজেলা শিক্ষা অফিসার ইদ্রিস আলীর কাছে প্রশ্ন করা হয়, স্কুলে পরিক্ষা চলা কালে স্কুলের প্রধান শিক্ষক মৌখিক ছুটি নিয়ে ব্যাক্তিগত কাজ করতে পারবে কিনা আর অবিভাবকদের অভিযোগটি তিনি জানেন কিনা। তিনি উত্তরে বলেন ব্যাক্তিগত কাজে কেউ ছুটি নিতে হলে লিখিত দিতে হয় অফিসে আর আমাদের কাছে কোন অভিভাবক এখনো পর্যন্ত লিখিত অভিযোগ দেইনি তবে লোক মুখে শুনেছি তিনি নাকি মাঝে মাঝে স্কুল ফাঁকি দিয়ে ব্যক্তিগত কাজ করে। আমাদের কে লিখিত অভিযোগ দিলে আমরা তার বিরুদ্ধে তদন্ত করে আইনগত ব্যবস্থা নিবো।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন