হোম অন্যান্যসারাদেশ “শিশু পাচার প্রতিরোধে সকলকে দায়িত্বশীল হয়ে কাজ করতে হবে”

“শিশু পাচার প্রতিরোধে সকলকে দায়িত্বশীল হয়ে কাজ করতে হবে”

কর্তৃক
০ মন্তব্য 76 ভিউজ

বাগেরহাট অফিস :
শিশু পাচার প্রতিরোধ ও সুরক্ষায় সকলকে দায়িত্বশীল হয়ে কাজ করতে হবে।সভা ও সেমিনারে বক্তব্যে দিয়েই শেষ নয়, সামাজিক ভাবে যার যার অবস্থান থেকে দায়িত্বশীলতা পরিচয় দিয়ে কাজ করলে শিশু পাচার রোধ করা সম্ভব।এক্ষেত্রে ওয়ার্ড ও ইউনিয়ন পর্যায়ে জনপ্রতিনিধিদের আরও সক্রিয় ভাবে সচেতনতা বাড়াতে হবে।
বুধবার দুপুরে শহরের খারদ্বার এলাকায় বেসরকারী উন্নয়ন সংস্থা উদয়ন বাংলাদেশ কার্যালয়ে শিশু পাচার বিষয়ক সরকারী কর্মকর্তা ও এনজিও সমন্বয়ে জেলা পর্যায়ে মতবিনিময় সভায় বক্তারা এসব কথা বলেন।

ইনসিডিন বাংলাদেশের সহযোগিতায় উদয়ন বাংলাদেশের আয়োজনে মতবিনিময় সভায় সাংবাদিক ইসরাত জাহানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে দেন, বাগেরহাট সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক মো. রফিকুল ইসলাম। এছাড়া আরও বক্তব্য দেন, জেলা কালচারার কর্মকর্তা মো. রফিকুল ইসলাম, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা আসাদুর রহমান, সদর উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মনোয়ারা খানম, গনশক্তির নির্বাহী পরিচালক মো. সরোয়ার হোসেন, সাংবাদিক আলী আকবর টুটুল, উদয়ন বাংলাদেশের নির্বাহি পরিচালক শেখ আসাদ প্রমুখ।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন