হোম খুলনাবাগেরহাট ফকিরহাটে আগুনে পুড়লো শতবর্ষী সরকারি গাছ

ফকিরহাটে আগুনে পুড়লো শতবর্ষী সরকারি গাছ

কর্তৃক Editor
০ মন্তব্য 41 ভিউজ

ফকিরহাট প্রতিনিধি:
বাগেরহাটের ফকিরহাটে আগুনে পুড়লো শতবর্ষী সরকারি গাছ। সোমবার (২৪ নভেম্বর) দুপুরে উপজেলার বাগেরহাট-খুলনা আন্তঃজেলা মহাসড়কের পাশে বিশ^রোড এলাকায় সরকারি একটি গাছে এ আগুনের ঘটনা ঘটে। এসময় ওই এলাকা ও আসে পাশে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ফকিরহাট স্টেশন কর্মকর্তা মো. শাহজাহান মিয়া জানান, দুপুর ১টা ১৫ মিনিটে তারা জানতে পারেন উপজেলার বিশ্বরোড মোড় সংলগ্ন একটি গাছে আগুন লেগেছে। তারা তাৎক্ষনিক সেখানে উপস্থিত হয়ে দেখতে পান আগুন গাছটির কান্ড থেকে বিভিন্ন শাখা প্রশাখা পর্যন্ত ছড়িয়ে পড়েছে। শতবর্ষী গাছটিতে প্রচুর পরগাছা থাকায় আগুনের তীব্রতা ছিল অনেক বেশি। ফায়ার সার্ভিস দ্রæত অগ্নি নির্বাপনের কাজ শুরু করেন। প্রায় এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তৎক্ষণে গাছের অনেকাংশ পুড়ে গেছে।
আগুন লাগার কারণ সম্পর্কে এ কর্মকর্তা জানান, গাছটিতে প্রাকৃতিকভাবে আগুন লাগার কোন সম্ভাবনা নেই। কেউ হয়তো গাছটিতে আগুন দিয়ে থাকতে পারে। অথবা বিড়ি সিগারেট খেয়ে গাছে ফেলায় শুকনো পরগাছায় আগুন লাগতে পারে। আসে পাশে থাকা দোকান ব্যবসায়ীরাও আগুণ লাগার বিষয়ে কোন সুনির্দিষ্ট কারণ বলতে পারেননি।

ফকিরহাট সামাজিক বনবিভাগের ওসি মো. মিজানুর রহমান বলেন, “আগুন লাগার বিষয়টি তদন্ত করা হবে। কেউ দায়ী থাকলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন