হোম রাজনীতি দলের নাম বা প্রতীক দেখে ভোট দেওয়ার অবস্থা আর নেই: সারজিস আলম

দলের নাম বা প্রতীক দেখে ভোট দেওয়ার অবস্থা আর নেই: সারজিস আলম

কর্তৃক Editor
০ মন্তব্য 37 ভিউজ

নিউজ ডেস্ক:
যারা পুরোনো রাজনৈতিক সংস্কৃতির ওপর আস্থা রেখে মনে করছেন শুধু নির্বাচনের কয়েকদিন আগে মাঠে গিয়েই জিতে আসবেন, তাদের সময় থাকতে মাঠে গিয়ে জনগণের কথা শোনার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। জনগণ কী বলে, সেটা বোঝার চেষ্টা করতে অন্য রাজনৈতিক দলগুলোকে পরামর্শও দেন তিনি।

রোববার (২৩ নভেম্বর) রাজধানীর শাহবাগে শহীদ আবু সাঈদ কনভেনশন সেন্টারে এক সংবাদ সম্মেলনে তিনি এই মন্তব্য করেন।

এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক বলেন, ‘বাংলাদেশের গতানুগতিক রাজনৈতিক দলগুলো যে পুরোনো ধারায় মাঠ পর্যায়ে সমীকরণ তৈরি করত এবং মানুষ যে দলের নাম বা প্রতীক দেখেই ভোট দিত, মাঠপর্যায়ে এখন সেই অবস্থা আর নেই।’

সারজিস সতর্ক করে দিয়ে বলেন, ‘আপনাদের অনেক স্থানীয় পর্যায়ের নেতাকর্মী কোনো একটি জেলায় পাঁচজন-দশজন মিলে এমন কিছু কার্যক্রম চালাচ্ছেন, যার ফলে সাধারণ মানুষ হয়রানির শিকার হচ্ছে, শত শত মানুষের জীবন অতিষ্ঠ হয়ে উঠছে। এ অবস্থা পাশ কাটিয়ে নির্বাচনের কয়েকদিন আগে মাঠে গিয়ে ভোট পেয়ে জেতার কোনো সম্ভাবনা নেই।’

এনসিপির এই নেতা বলেন, ‘আমরা প্রত্যাশা করছি, আগামীতে মানুষ বয়স, প্রতীক বা পুরোনো দলের প্রতি আনুগত্যের বাঁধন থেকে বেরিয়ে এসে সঠিক প্রার্থীকে বিজয়ী করবে।’

সংগঠন প্রসঙ্গে সারজিস জানান, জাতীয় নাগরিক পার্টি সংগঠন টিমের পক্ষ থেকে বাংলাদেশের প্রতিটি জেলায় আহ্বায়ক কমিটি গঠনের কাজ চলছে। উত্তরাঞ্চলের ৩২টি জেলার মধ্যে ২০টিতেই ইতিমধ্যে কমিটি গঠিত হয়েছে। আমরা আশা করছি ডিসেম্বরের মধ্যে দেশের প্রতিটি ওয়ার্ড পর্যন্ত এনসিপির আহ্বায়ক কমিটি কার্যকর হবে।

তিনি আরও যোগ করেন, আগামী নির্বাচনে শক্তিশালী অবস্থান নেওয়া এবং সংসদে জনগণের কার্যকর প্রতিনিধিত্ব করার জন্য এনসিপির সাংগঠনিক ভিত্তি শক্তিশালী করা আমাদের অগ্রাধিকার।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন