নিজস্ব প্রতিনিধি :
সাতক্ষীরার সুলতানপুর বড় বাজারের নূর সুইটসএর স্বত্বাধিকারী, বড়বাজার পাইকারি মুদি ব্যবসায়ী ও বাস মিনিবাস মালিক সমিতির সদস্য সাতক্ষীরা পৌরসভার ২নং ওয়ার্ডের মুনজিতপুরের নিবাসী আব্দুল আজিজ শনিবার (২২ নভেম্বর) দিবাগত রাত আনুমানিক ১:৩০ মিনিটে স্ট্রোকজনিত কারণে ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিউন) মরহুমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাতে রবিবার (২৩ নভেম্বর) বেলা ১১টায় তার বাসভবনে যান সাতক্ষীরা-২(সাতক্ষীরা সদর-দেবহাটা) আসনে জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী গণমানুষের প্রাণপ্রিয় নেতা আলহাজ্ব মো. আব্দুর রউফ। এসময় তিনি মরহুমের শোকাহত পরিবারের সদস্যদের সাথে কথা বলেন, শোকাহত পরিবারের সদস্যদেরকে সমবেদনা ও ধৈর্য্য ধরার জন্য শান্তনা দেন তিনি। মরহুমের মৃত্যুতে আলহাজ্ব মো. আব্দুর রউফ বলেন, “আমি আব্দুল আজিজ এর মৃত্যুতে গভীরভাবে শোকাহত ও মর্মাহত। সে আমার খুব কাছের মানুষ ছিল। তার কর্মময় জীবনে সে কঠোর পরিশ্রম ও সততার সাথে জীবন যাপন করেছে, সে একজন স্বদলাপী ও একজন ভালো মনের মানুষ ছিলেন। মহান আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদাউস দান করেন। এসময় তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনার পাশাপাশি শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান তিনি।
