হোম খুলনাসাতক্ষীরা সাতক্ষীরার শ্যামনগর থেকে অস্ত্র, গুলি ও বিভিন্ন মালামালসহ এক ডাকাত আটক

সাতক্ষীরার শ্যামনগর থেকে অস্ত্র, গুলি ও বিভিন্ন মালামালসহ এক ডাকাত আটক

কর্তৃক Editor
০ মন্তব্য 61 ভিউজ

নিজস্ব প্রতিনিধি:

সাতক্ষীরার শ্যামনগরে অস্ত্র, গুলি ও বিভিন্ন মালামালসহ সুন্দরবনের গভীরে ডাকাতি ও লুটতরাজের সাথে সম্পৃক্ত এক ডাকাতকে আটক করেছে সেনাবাহিনীর সদস্যরা। সোমবার ভোর রাত ১টার দিকে সুন্দরবন সংলগ্ন যতীন্দ্রনগর গ্রামের তার নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। এসময় জব্দ করা একটি শর্ট গান, ২৭ রাউন্ড তাজা কার্তুজ, ৪টি বার্টন মোবাইল ফোন, পাঁচাট এনড্রয়েড মোবাইল ফোন, একটি ছুরি, একটি চাপাতি, একটি ছোট কুড়াল ও ৪ কেজি হরিণের মাংস।

আটক ডাকাতের নাম এস.এম সাইফুল ওয়াদুদ ওরফে খোকন (৫১)। সে শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের যতীন্দ্রনগর গ্রামের মৃত আবু বক্কর সরদারের পুত্র।

কালিগঞ্জ সেনা ক্যাম্প সূত্রে জানা যায়, সুন্দরবন সংলগ্ন ছোট ভেটখালীর এলাকার যতীন্দ্রনগর গ্রামে কয়েকজন সুন্দরবনের ডাকাত অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিকে কালিগঞ্জ সেনা ক্যাম্প কমান্ডার লেঃ রাদীদ হাসানের নেতৃত্বে সেনা বাহিনীর একটি চৌকস দল সেখানে অভিযান চালায়। সেনা সদস্যরা এসময় ডাকাত সাইফুল ওয়াদুদ ওরফে খোকন এর বাড়ি ঘেরাও করে। এসময় সেনাবাহিনীর উপস্থিতির টের পেয়ে সে তার বাড়ির ছাদ থেকে লাফ দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে এবং টহলদল কর্তৃক আটক হয়। পরবর্তীতে তার বাড়িতে তল্লাশি চালিয়ে তার স্বীকারোক্ত মোতাবেক উপরোক্ত অস্ত্র, গুলি ও হরিণের মাংসসহ বিভিন্ন মালামাল জব্দ করা হয়। আটককৃত আসামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য জব্দকৃতমালামালসহ তাকে শ্যামনগর থানায় সোপর্দ করা হয়েছে। সেনা ক্যাম্প সূত্রে আরো জানা যায়, আটককৃত আসামী ও তার সহযোগীরা দীর্ঘদিন যাবত সুন্দরবনের গভীরে ডাকাতি ও লুটতরাজের সাথে সম্পৃক্ত। এছাড়াও আটক আসামীর বিরুদ্ধে বিগত ২০১৭ সালের একটি অস্ত্র মামলা রয়েছে ।

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ হুমায়ুন কবির মোল্যা বিষয়টি নিশ্চিত করে জানান, আটক আসামীর বিরুদ্ধে বন্যপ্রাণী হত্যা ও অস্ত্র আইনে মামলা দিয়ে তাকে বিজ্ঞ আদালতে মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন