হোম অন্যান্যসারাদেশ তালায় স্বামীকে মারপিটের প্রতিবাদ করায় স্ত্রীকে পিটিয়ে হত্যা

তালায় স্বামীকে মারপিটের প্রতিবাদ করায় স্ত্রীকে পিটিয়ে হত্যা

কর্তৃক
০ মন্তব্য 84 ভিউজ

বিশেষ প্রতিনিধি :
স্বামীকে মারপিটের প্রতিবাদ করতে যাওয়ায় সাতক্ষীরার তালা উপজেলার মহান্দী গ্রামের নাসিমা বেগম (৩৮) নামে এক মহিলাকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। নিহতের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। এঘটনায় পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মঙ্গলবার (২৫ আগষ্ট) সকালে মহান্দী গ্রামে এঘটনা ঘটে। এর আগে সোমবার বিকালে তাকে বেধড়ক মারপিট করে মনিরুল গং রা।

নিহত নাসিমা বেগম তালা উপজেলার মহান্দী গ্রামের নাজের শেখ’র স্ত্রী । আর মহিরুল মোড়ল গং মহান্দী গ্রামের করিম মোড়লের ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার সকালে নিহতের স্বামী নাজের শেখকে মারপিট করে একই গ্রামের মনিরুল মোড়ল গং রা। এনিয়ে স্ত্রী নাসিমা বেগম প্রতিবাদ করতে আসলে তাকেও বেধড়ক মারপিট করা হয়।

এতে গুরুত্ব আহত হয় নাসিমা বেগম । আজ (মঙ্গলবার) সকাল ৮ টার দিকে তার মৃত্যু হয়। এনিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মেহেদী রাসেল জানান, তিনি বর্তমানে ঘটনাস্থলে আছেন। নিহতের শরীরে বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন আছে। এবং আসামী গ্রেপ্তারের চেষ্টা চলছে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন