নড়াইল প্রতিনিধি:
নড়াইল সদর উপজেলার সড়াতলা গ্রামে পূর্ব শত্রুতার জের ধরে এক প্রবাসীর পরিবারকে আগুনে পুড়িয়ে মারার চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ ওঠেছে ।গতকাল বিকেলে সরেজমিনে গিয়ে দেখা যায়, ঘরের বাহিরের অংশের টিনে আগুন লেগে সেটি ঘরের দরজার কাঠ, ভেতরের বাতা অনেকাংশে পুড়ে গেছে। আর ঘরের ভেতরে থাকা কাপড়ের চান্দুয়াতে আগুন লেগে পুড়ে যায়।
শুক্রবার গভীর রাতে সদরের সড়তলা গ্রামের বাবলু মোল্যার বাড়িতে অগ্নিকাণ্ডের এই ঘটনা ঘটে। আর এ ঘটনায় গতকাল ১৫ নভেম্বর বিকেলে তিনজনকে অভিযুক্ত করে থানায় এজাহার দিয়েছেন ভুক্তভোগীর পরিবারের পক্ষে লিপি বেগম। এদিকে পুরুষশূন্য বাড়িতে এমন ঘটনায় আতংকে দিন কাটাচ্ছেন প্রবাসীর পরিবার। সুষ্ঠ তদন্ত সাপেক্ষে ন্যায় বিচার চান তারা।
লিপি বেগম সদরের সড়াতলা গ্রামের মৃত বাবলু মোল্যার স্ত্রী ও প্রবাসী মেহেদী এবং শান্তর মা।
এজাহারে অভিযোগ করা হয়, ভুক্তভোগী লিপি বেগমের দুই ছেলে মেহেদী ও শান্ত দীর্ঘদিন ধরে সৌদি প্রবাসী, তার স্বামীর মৃত্যুর পর ভুক্তভোগী পরিবারটির সাথে জমিজমা সংক্রান্ত বিরোধ চলে আসছিলো তাদের ই আত্মীয় বোরহান মোল্যা, দুখু মোল্যা ও নাসিমা বেগমদের সাথে। লিপির বাড়িতে তার পুত্রবধূ ও দুই নাতি নিয়ে বসবাস করেন। বাড়িতে কোনো পুরুষ মানুষ না থাকায় সম্প্রতি তাদের জমি থেকে বাঁশ কেটে নিয়ে যায় অভিযুক্তরা। আর এ নিয়ে স্থানীয় পর্যায়ে সালিশে মিমাংসা করে ব্যর্থ হন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
আরও জানা যায়, শুক্রবার রাতে লিপি তার পুত্রবধূ ও প্রবাসীর দুই শিশু সন্তান খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন। রাত দেড়টার দিকে টিনের ঘরের খুঁটি পোড়ার শব্দে তাদের ঘুম ভেঙে যায়। ওঠে দেখেন ঘরের ভিতরে আগুনের লেলিহান শিখা। ঘর থেকে বের হয়ে দেখেন টিনের ঘরের পশ্চিমাংশে দাউদাউ করে আগুন জ্বলছে, এসময় অভিযুক্তদের দৌড়ে বাড়ি থেকে বের হয়ে যেতে দেখেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা। চিৎকার চেচামেচিতে প্রতিবেশীর এসে পরে আগুন নিয়ন্ত্রণে আনেন।
তবে এসব অভিযোগের ব্যাপারে অভিযুক্তদের সাথে যোগাযোগের চেষ্টা করেও তাদের পাওয়া যায়নি।
এ বিষয়ে নড়াইল সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজেদুল ইসলাম বলেন, এ ঘটনায় কয়েক দফায় পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। লিখিত অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করবো।
