নিজস্ব প্রতিনিধি:
সাতক্ষীরার কলারোয়ায় শারদীয় দূর্গোৎসবোত্তর পূর্ণমিলনী অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পূজা উদযাপন পরিষদের আয়োজনে শনিবার দুপুরে কলারোয়া পৌরসভা অডিটোরিয়ামে অনুষ্ঠিত পূর্ণমিলনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহি কমিটির প্রকাশনা বিষয়ক সম্পাদক ও সাতক্ষীরা-১ (তালা+কলারোয়া) আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব।
কলারোয়া উপজেলা পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি হরেন্দ্র নাথ রায়ের সভাপতিত্ব ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সন্তোষ কুমার পালের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবি ও হাবিব পতœী এড. শাহানারা পারভীন বকুল, কলারোয়া উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি অধ্যক্ষ রইচ উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রকিব মোল্লা, যুগ্ম সাধারন সম্পাদক আশরাফ হোসেন, আব্দুল কাদের বাচ্চু, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শরিফুজ্জামান তুহিন, জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মমতাজুল ইসলাম চন্দনসহ ১২ টি ইউনিয়নের পূজা উদযাপন পরিষদের সভাপতি ও সাধারণ সম্পাদকগণ।
প্রধান অতিথি বিএনপি নেতা হাবিব এসময় বলেন, বিগত দিনে এমপি থাকাকালিন আমি তালা কলারোয়ায় অসংখ্য উন্নয়নমূলক কাজ করেছি। আমার দ্বারা কোনো অন্যায় হয়নি। আমি ওয়াদা করছি আগামীতেও এমপি হতে পারলে, উন্নয়নের ধারা অব্যাহত থাকবে। একই সাথে আমি ও আমার দলের দ্বারা শুধু হিন্দু স¤প্রদায় নয় বরং যে কোনো স¤প্রদায়ের উপর কোন প্রকার আঘাত আসতে দেবোনা।
