হোম খুলনাসাতক্ষীরা আশাশুনি’র জনপ্রতিনিধিদের ইউনিয়ন পরিষদের রূপকল্প ও উন্নয়ন পরিকল্পনা বিষয়ক কর্মশালা 

আশাশুনি’র জনপ্রতিনিধিদের ইউনিয়ন পরিষদের রূপকল্প ও উন্নয়ন পরিকল্পনা বিষয়ক কর্মশালা 

কর্তৃক Editor
০ মন্তব্য 45 ভিউজ
নিজস্ব প্রতিনিধিঃ
সাতক্ষীরা প্রতিনিধিঃ ওয়াটারএইড বাংলাদেশ ও সুইসকন্টাক্ট বাংলাদেশের সহযোগিতায় এবং রূপান্তরের আয়োজনে ইউনিয়ন পরিষদের রূপকল্প ও উন্নয়ন পরিকল্পনা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে খুলনার সিএসএস আভা সেন্টারে। দুই দিনব্যাপী এ প্রশিক্ষণ (১২–১৩ নভেম্বর ২০২৫) এ সাতক্ষীরার আশাশুনি উপজেলার কুল্যা, আনুলিয়া, শ্রীউলা ও বড়দল ইউনিয়ন পরিষদের মোট ২৭ জন নির্বাচিত নারী ও পুরুষ জনপ্রতিনিধি, প্রশাসক ও ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যোক্তারা অংশগ্রহণ করেন।
কর্মশালায় স্বাগত বক্তব্য প্রদান করেন রূপান্তরের প্রোগ্রাম ডিরেক্টর (এনভায়রনমেন্ট, ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ অ্যাডাপটেশন) জনাব ফারুক আহমেদ। তিনি বলেন, “জনগণকে কার্যকরী সেবা প্রদান করতে হলে জনপ্রতিনিধিদের সংশ্লিষ্ট আইন ও বিধি-বিধান সম্পর্কে অবগত হওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। জনগণের সেবা প্রদানের ক্ষেত্রে একটি সঠিক পরিকল্পনা গ্রহণের প্রয়োজন, যা আপনারা এই প্রশিক্ষণ থেকে জানতে পারবেন এবং মাঠপর্যায়ে তা বাস্তবায়ন করতে পারবেন।”
প্রশিক্ষণের মূল উদ্দেশ্য ছিল স্থানীয় সরকার প্রতিনিধিদের রূপকল্প নির্ধারণ, উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন ও বাজেট প্রক্রিয়া বিষয়ে জ্ঞান ও দক্ষতা বৃদ্ধি করা। এর মাধ্যমে ইউনিয়ন পরিষদের পরিকল্পনাকে আরও অংশগ্রহণমূলক, জনবান্ধব ও ফলপ্রসূ করা সম্ভব হবে বলে আশা করা হয়।
দুই দিনের এ প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের ইউনিয়ন পরিষদের অংশগ্রহণমূলক উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন, সম্পদ চিহ্নিতকরণ ও বার্ষিক বাজেট বিষয়ক ব্যবহারিক ধারণা প্রদান করা হয়। দলীয় আলোচনা, উপস্থাপনা, প্রশ্নোত্তর ও হাতে-কলমে অনুশীলনের মাধ্যমে তারা শেখার সুযোগ পান।
প্রশিক্ষণ পরিচালনা করেন ওয়াটারএইড বাংলাদেশের পলিসি অ্যাডভাইজর সফিকুল ইসলাম, পলিসি অ্যান্ড গভর্ন্যান্স স্পেশালিস্ট রঞ্জন কুমার ঘোষ এবং স্টেকহোল্ডার এনগেজমেন্ট এক্সপার্ট সাঈদ মাহাদী। সার্বিকভাবে প্রশিক্ষণটির পরিচালনা ও সমন্বয় করেন রূপান্তরের ক্যাপাসিটি বিল্ডিং কোঅর্ডিনেটর মোছাঃ জোহুরা খাতুন মীরা।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন