নিজস্ব প্রতিনিধি :
সারাদেশব্যাপী আওয়ামী লীগের আগুন সন্ত্রাস, দমন-পীড়ন, নৈরাজ্য সৃষ্টি ও দেশকে অস্থিতিশীল করার অপতৎপরতার প্রতিবাদে সাতক্ষীরা জেলা বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে সাতক্ষীরা নিউমার্কেট মোড় থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে খুলনা রোড মোড়ের আসিফ চত্বরে গিয়ে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।
বিক্ষোভ মিছিলে সাতক্ষীরা জেলা, উপজেলা, পৌর ও ইউনিয়ন পর্যায়ের বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, কৃষকদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। তারা আওয়ামী লীগের সারাদেশ ব্যাপী সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে বিভিন্ন স্লোগান দেন।
প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু, যুগ্ম আহ্বায়ক ও সাতক্ষীরা পৌরসভার মেয়র তাজকিন আহমেদ চিশতী, নারী নেত্রী ফরিদা আক্তার বিউটি, যুবদল নেতা ও পৌর কাউন্সিলর শফিকুল আলম বাবু প্রমুখ।
বক্তারা বলেন, আওয়ামী লীগের নেতাকর্মীরা পালিয়ে থেকে দেশকে অস্থিতিশীলতার দিকে ঠেলে দিচ্ছে। তারা পূর্বের ন্যায় আগুন সন্ত্রাসের পথ বেছে নিয়েছে। এসব আগুন সন্ত্রাসীদের প্রতিহত করতে বিএনপি নেতা কর্মীরা অতন্দ্র প্রহরীর মত কাজ করছে।
এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপি নেতা হাবিবুর রহমান হবি, নারীনেত্রী সাথী পারভীনসহ দলের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
প্রতিবাদ সমাবেশ শেষে নেতাকর্মীরা পুনরায় স্লোগান দিয়ে আসিফ চত্বর এলাকায় শান্তিপূর্ণভাবে কর্মসূচি সমাপ্ত করেন।
