নিজস্ব প্রতিনিধি:
সাতক্ষীরার কলারোয়ার কেঁড়াগাছিতে জাতীয়তাবাদী মহিলা দলের কর্মী সম্মেলন ও নির্বাচনী মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মহিলা দলের আয়োজনে বুধবার বিকেল সাড়ে ৪টায় কেঁড়াগাছি মাধ্যমিক বিদ্যালয়ের ফুটবল মাঠে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রকাশনা বিষয়ক সম্পাদক ও তালা-কলারোয়া আসনের বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ও হাবিব পতœী এড. শাহানারা পারভীন বকুল।
কেঁড়াগাছি ইউনিয়ন মহিলা দলের সভাপতি মিসেস ইসমত আরা সাথীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কলারোয়া উপজেলা যুবদলের সাবেক সভাপতি শেখ আব্দুল কাদের বাচ্চু, কলারোয়া উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আশরাফ হোসেন, কলারোয়া উপজেলা মহিলা দলের সভাপতি রাশিদা আশরাফ, কেঁড়াগাছি ইউনিয়ন বিএনপির সভাপতি সরদার মুজিবর রহমান, সাধারণ সম্পাদক ডাঃ সিরাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক আখতারুজ্জামান আখতার প্রমুখ।
প্রধান বক্তা হাবিব পতœী বকুল বলেন, বিগত তিনটি নির্বাচনে আমরা দেখেছি, আমার ভোট আমি দেব, তোমার ভোটও আমি দেব, সবার ভোট আমি দেব, এইভাবে ভোটের অধিকার কেড়ে নেওয়া হয়েছে। জনগণের ভোটের কোনো মূল্য ছিল না। কিন্তু প্রিয় মা-বোনেরা, এবারের নির্বাচন সেই আগের মতো আর হবে না। তিনি আরো বলেন, এবার বিএনপি থেকে ধানের শীষ প্রতীকে এই আসনে হাবিব মনোনয়ন পেয়েছেন। তিনি একজন সৎ, নির্ভীক ও জনপ্রিয় নেতা। দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের ভোটাধিকার ফিরিয়ে আনতে সবাইকে ধানের শীষের পতাকাতলে ঐক্যবদ্ধ থাকতে হবে। আপনারা সবাই ধানের শীষের পক্ষে থাকুন, সত্য ও ন্যায়ের পক্ষে থাকুন।
প্রধান অতিথি হাবিব বলেন, কেড়াঁগাছি ইউনিয়নের উন্নয়নে আমি সবসময় কাজ করেছি। মজুমদার খালের উপর ব্রিজ নির্মাণ, এলাকার রাস্তাঘাটের সংস্কার ও পাকা করণ, স্কুল, কলেজ ও মদ্র্রাসার অবকাঠামোগত উন্নয়নসহ নানা কর্মকান্ডে আমি সক্রিয়ভাবে সহযোগিতা করেছি। তিনি এসময়, আগামী নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করে বলেন, আপনাদের ভালোবাসা ও সমর্থনেই আমি আবারও বিজয়ী হতে পারলে এই অঞ্চলের উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখবো।
