হোম অন্যান্যসারাদেশ কালিগঞ্জে দু:র্ধর্ষ চুরি, ১৭ ভরি স্বর্ণালঙ্কার ও টাকা লুট

কালিগঞ্জে দু:র্ধর্ষ চুরি, ১৭ ভরি স্বর্ণালঙ্কার ও টাকা লুট

কর্তৃক
০ মন্তব্য 137 ভিউজ
কালিগঞ্জ প্রতিনিধি :
সাতক্ষীরার কালিগঞ্জের বিষ্ণুপুরে এক স্কুল শিক্ষক ও তার ভাইয়ের বাড়িতে দু:সাহসিক চুরি সংঘঠিত হয়েছে। দু’টি বাড়ি থেকে সাড়ে ১৭ ভরি স্বর্ণালঙ্কার ও নগদ সাড়ে ৭৯ হাজার টাকা লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। ঘটনাটি ঘটেছে রবিবার দিবাগত গভীর রাতে উপজেলার বিষ্ণুপুর গ্রামে। এব্যাপারে বিষ্ণুপুর গ্রামের মৃত রাঘবচন্দ্র গাইনের ছেলে স্কুল শিক্ষক নির্মল কুমার গাইন (৪৫) অজ্ঞাত ব্যক্তিদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
লিখিত অভিযোগ ও সরেজমিন জানা যায়, রবিবার দিবাগত রাত আনুমানিক ১ টার পর চোরচক্র অভিনব কায়দায় নির্মল কুমার গাইনের পাকা বসতঘরের জানালার গ্রিল খুলে ভিতরে প্রবেশ করে। পরবর্তীতে তারা স্টীলের আলমারি ও কয়েকটি গোপন লকারের তালা কৌশলে খুলে ভিতরে রক্ষিত ১০ ভরি ১০ আনা ওজনের বিভিন্ন স্বণালঙ্কার ও নগদ ৭৪ হাজার টাকা নিয়ে যায়। একই রাতে চোরচক্র পাশের বাড়িতে তার ভাই মৃত গোবিন্দ কুমার গাইনের পরিবারের সদস্যরা বাড়িতে না থাকার সুযোগে ওই বাড়ির বারান্দার কলাপসিবল গেইটের আংটা ও দরজার তালা ভেঙে ভিতরে প্রবেশ করে ৬ ভরি ১৩ আনা ওজনের বিভিন্ন স্বর্ণালঙ্কার, নগদ সাড়ে ৫ হাজার টাকা ও একটি বাইসাইকেল চুরি করে নিয়ে যায়। দুই বাড়িতে কাপড়চোপড় ও অন্যান্য জিনিসপত্র তছনছ করলেও সেগুলো নিয়ে যায়নি চোরচক্র। চুরির খবর জানতে পেরে সোমবার (২৪ আগস্ট) সকালে উপ-পরিদর্শক জিয়ারত হোসেন এবং সন্ধ্যায় দেবহাট সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার (কালিগঞ্জ সার্কেলে অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত) মো. ইয়াছিন আলী, কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. দেলোয়ার হুসেন ও থানার পুলিশ পরিদর্শক তদন্ত এসএম আজিজুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন