হোম খেলাধুলা সালাউদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ করেছে বিসিবি

সালাউদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ করেছে বিসিবি

কর্তৃক Editor
০ মন্তব্য 63 ভিউজ

স্পোর্টস ডেস্ক:
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন পদত্যাগ করেছেন। বুধবার (৫ নভেম্বর) বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)’র প্রধান নির্বাহীর কাছে সালাউদ্দিন তার পদত্যাগপত্র জমা দেন। পরে বিসিবি পদত্যাগপত্র গ্রহণ করেছে। আয়ারল্যান্ডের বিপক্ষে আসন্ন টেস্ট ও টি২০ সিরিজের পর তিনি তার পদ থেকে সরে দাঁড়াবেন তিনি।

বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান নাজমুল আবেদীন ফাহিম বলেছেন, আয়ারল্যান্ড সিরিজের পর তিনি (সালাউদ্দিন) পদত্যাগ করতে চান। বিষয়টি নিয়ে কোনো মন্তব্য প্রদানের পূর্বে আমরা অভ্যন্তরীণ আলোচনা করব।’ বিসিবির নির্বাহী সালাউদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ করেছেন। জানা গেছে, সালাউদ্দিনের সঙ্গে বিসিবির চুক্তি ২০২৭ বিশ্বকাপ পর্যন্ত ছিল। তিনি ব্যক্তিগত কারণে এই পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন।

সালাউদ্দিন ২০২৪ সালের নভেম্বরে জাতীয় দলের সিনিয়র সহকারী কোচ হিসেবে দ্বিতীয়বার দায়িত্ব নিয়েছিলেন। এর আগে ২০০৬–২০১০ সালে তিনি জাতীয় দলের সহকারী ও ফিল্ডিং কোচ হিসেবে কাজ করেছেন। পরবর্তীতে ২০১০-১১ সালে বিসিবির ন্যাশনাল ক্রিকেট একাডেমির বিশেষজ্ঞ কোচ ছিলেন সালাউদ্দিন।

সালাউদ্দিনের পদত্যাগের আগে সম্প্রতি জাতীয় দলের ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল । আয়ারল্যান্ড সিরিজের প্রস্তুতির জন্য নতুন কোচিং স্ট্রাকচার কার্যকর হবে।

সালাউদ্দিনের অধীনে জাতীয় দলের ব্যাটারদের ধারাবাহিকতা এবং ফিল্ডিং উন্নয়নের চেষ্টা চলছিল। তবে সাম্প্রতিক সিরিজে ব্যাটিং লাইনআপে ধারাবাহিকতার অভাব দেখা গেছে। জাতীয় দলের কোচ পদে তার পদত্যাগের ফলে নতুন দায়িত্ব পালনকারীদের জন্য চ্যালেঞ্জ থাকবে।

আয়ারল্যান্ড সিরিজ শেষে মোহাম্মদ সালাউদ্দিনের জাতীয় দলের সঙ্গে কোচিং অধ্যায় শেষ হবে। বিসিবি জানিয়েছে, দেশের ক্রিকেটের স্বার্থে অভিজ্ঞ কোচের পদত্যাগ পর্যালোচনা করা হবে এবং দলের প্রস্তুতিতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন