হোম খুলনাসাতক্ষীরা সাতক্ষীরার সাবেক এমপি হাবিবসহ সকল আসামী হাইকোর্ট থেকে খালাস পাওয়ায় আনন্দ মিছিল

সাতক্ষীরার সাবেক এমপি হাবিবসহ সকল আসামী হাইকোর্ট থেকে খালাস পাওয়ায় আনন্দ মিছিল

কর্তৃক Editor
০ মন্তব্য 49 ভিউজ

নিজস্ব প্রতিনিধি:

শেখ হাসিনার গাড়িবহরে হামলার হয়রানী মূলক মামলা থেকে বিএনপি’র কেন্দ্রীয় কমিটির প্রকাশনা বিষয়ক সম্পাদক ও সাতক্ষীরা-১ আসনের সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব এবং জজ কোর্টের পিপি অ্যাড. শেখ আব্দুস সাত্তারসহ সকল আসামী হাইকোর্ট থেকে খালাস পাওয়ায় আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। সাতক্ষীরা জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আয়োজনে রবিবার সকালে আইনজীবী সমিতির শহীদ মিনারের সামনে থেকে মিছিলটি বের হয়। মিছিলটি কোর্ট চত্বর এলাকার সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ মিনার চত্বরে আলোচনা সভায় মিলিত হয়।
জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আহবায়ক অ্যাড. আকবর আলীর সভাপতিত্বে ও সদস্য সচিব অ্যাডভোকেট মোহাম্মদ নুরুল আমিনের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, অ্যাড. এবিএম সেলিম, অ্যাড. শহীদ হাসান, অ্যাড. মোস্তফা জামান, অ্যাড. শাহরিয়ার হাসিব, অ্যাড. ইমরান শাওন, অ্যাড. সিরাজুল ইসলাম, অ্যাড. আলমগীর আশরাফ, অ্যাড. মোঃ শিহাব মাউস, অ্যাড. সরদার সাঈদ, অ্যাড. মিজানুর রহমান বাপ্পি প্রমুখ।
বক্তারা বলেন, ২০০২ সালে সাতক্ষীরার কলারোয়ায় শেখ হাসিনার গাড়ি বহরে হামলার ঘটনার ১২ বছর পর বিএনপির কেন্দ্রীয় নেতা হাবিব ও বর্তমান পিপি অ্যাড. আব্দুস সাত্তারসহ ৫০ নেতা-কর্মীর নামে থানায় একটি মিথ্যা হয়রানী মূলক মামলা দায়ের করা হয়। তৎকালীন ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকার বিচার বিভাগকে প্রভাবিত করে ওই মামলায় সাবেক এমপি হাবিবসহ ৫০ জন বিএনপি নেতাকর্মীকে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করে। এর মধ্যে বিএনপির কেন্দ্রীয় নেতা হাবিবকে সর্বোচ্চ ৭০ বছরের সাজা প্রদান করা হয়। কারাগারে থাকা অবস্থায় ৫০ জনের মধ্যে ৪ জন বিনা চিকিৎসায় মারা যান। চলতি বছরের গত ২২ অক্টোবর বিস্ফোরক দ্রব্য ও বিশেষ ক্ষমতা আইনের মামলায় বিএনপির কেন্দ্রীয় নেতা হাবিবুল ইসলাম হাবিবসহ ৪৬ আসামিকে খালাস দেয় উচ্চ আদালত। বক্তারা আরো বলেন, ফ্যাসিস্ট শেখ হাসিনার আমলে দায়ের করা মিথ্যা মামলা থেকে আদালত খালাস দিয়ে ন্যায়বিচার প্রতিষ্ঠা করেছেন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন