হোম খুলনাসাতক্ষীরা সাতক্ষীরায় ব্যবসায়ীকে জড়িয়ে অপপ্রচারের অভিযোগ 

সাতক্ষীরায় ব্যবসায়ীকে জড়িয়ে অপপ্রচারের অভিযোগ 

কর্তৃক Editor
০ মন্তব্য 88 ভিউজ
নিজস্ব প্রতিনিধিঃ
দাবী মত ৫লাখ টাকা চাঁদা না পেয়ে এক ব্যাবসায়ীকে নিয়ে অপ প্রচারের অভিযোগ উঠেছে নাজমুন ছাকিব  নামে এক যুবকের বিরুদ্ধে।  এঘটনায় প্রতিকার  চেয়ে ওই যুবকের শাস্তির দাবী জানিয়েছে ভোমরা স্থল বন্দরের ব্যাবসায়ীরা। ভুক্তভোগী ব্যাবসায়ীর নাম হাফিজুর রহমান মন্টু। তিনি সাতক্ষীরা সদর উপজেলার ভোমরা ইউনিয়নের হারদ্দা গ্রামের  মৃত আবুল হোসেন ছেলে।একই সাথে তিনি  ভোমরাস্থল বন্দরের মন্টু ট্রেডার্স ও  বিনেরপোতা এলাকার নিউ সোনালি ফিসের সত্তাধিকারী ।  খোঁজ নিয়ে জানা গেছে,হাফিজুর রহমান মন্টুর  পিতা ছিলেন একজন সুনামধন্য ব্যাবসায়ী। তিনি দীর্ঘদিন যাবত ব্যাবাসার পাশাপাশি নিজস্ব দেড়শত বিঘাজমিতে ফসলাদি  চাষাবাদ করতেন। সম্প্রতি ভোমরা ইউনিয়নের বিএন পির কমিটির ওয়ার্ড সভাপতি পদে মন্টুর ভাই রবিউল ইসলাম প্রতিদ্বন্দীতা করে। ওই নির্বাচনে অল্প ভোটের ব্যাবধানে  পরাজিত হলে একটি কুচক্রী  মহল তাদের সুনাম নষ্ট করার জন্য ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে বলে স্থানীয় ব্যাবসায়ীরা দাবী করেন।
এক সাক্ষাৎকারে হাফিজুর রহমান মন্টু জানান, সম্প্রতি তার ভাই রবিউল  বিএনপির ওর্য়ার্ড  কমিটির সভাপতি পদে  নির্বাচন করে পরাজিত হন। এর কয়েকদিন পর নাজমুল সাকিব নামে এক যুবক তার মুঠোফোনে ফোন দিয়ে পাঁচলক্ষ টাকা দাবী করতে থাকে। দাবী মত টাকা না দেওয়ায় অগ্রযাত্রা প্রতিদিন নামে একটি ভূয়া অনলাইন পোর্টালে তার কোন বক্তব্য ছাড়াই তার ছবির সাথে দুই স্ত্রী সহ  অজানা ৪জন নারীর ছবি সংযুক্ত করে একটি মিথ্যা সংবাদ পরিবেশন করেন। সে সম্পূর্ন কাল্পনিক  ও গুজব।  এ ঘটনায় মামলার প্রস্তুতি নিচ্ছেন বলে জানান তিনি  ।
মোস্তাফিজুর নামে এক ব্যাবসায়ী জানান, মন্টু দীর্ঘদিন যাবৎ ভোমরাস্থল বন্দরে সুনামের সহিত ব্যাবসা পরিচালনা করে আসছেন। সম্প্রতি একটি প্রতারক চক্র তার বিরুদ্ধে অপপ্রচারে নেমেছে। ওই চক্রটি  তাকে মিথ্যা চোরাকারবারী বানিয়ে একটি ভূয়া সংবাদ পরিবেশন করিয়েছে। এজন্য ব্যাবসায়ী মহলে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। এজন্য তিনি সংক্লিষ্ট প্রতিবেদককে আইনের আওতায় আনার দাবী জানিয়েছেন।
অভিযোগ অস্বীকার করে নিজেকে সাংবাদিক দাবী করা নাজমুল ছাকিব নামে ওই যু্বক জানান, তিনি স্থানীয় কিছু লোকের পরামর্শে ওই রিপোর্টটি করেছেন। তবে তিনি কোন সংবাদ পত্রে কাজ করেন তার সুনিদৃষ্ট কোন ঠিকানা দিতে পারেন নি । একই সাথে পাঁচলক্ষ টাকা চাঁদা দাবীর বিষয়ে প্রস্ন ছুড়ে দিলে তিনি মুঠোফোনের সংযোগটি বিচ্ছিন্ন করে দেন।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্তকর্মকর্তা (ওসি)শামিনুল হক জানান, এবিষয়ে লিখিত অভিযোগ পেলে ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যাবস্থা নেওয়া হবে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন