হোম খুলনানড়াইল নড়াইলে সুজনের কমিটি পুনর্গঠন ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত

নড়াইলে সুজনের কমিটি পুনর্গঠন ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত

কর্তৃক Editor
০ মন্তব্য 44 ভিউজ

নড়াইল প্রতিনিধি:
“সচেতন, সংগঠিত ও সোচ্চার জনগোষ্ঠীই গণতন্ত্রের রক্ষাকবচ” এই শ্লোগানকে সামনে রেখে সুজন-সুশাসনের জন্য নাগরিক নড়াইল জেলা কমিটির কমিটি পুনর্গঠন ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫ অক্টোবর) দুপুরে নড়াইল টাউন ক্লাব হল রুমে সুজন-সুশাসনের জন্য নাগরিক নড়াইল জেলা কমিটির উদ্যোগে আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয়। সুশাসন ও গণতন্ত্রের চর্চাকে তৃণমূল পর্যায়ে আরও জোরদার করার লক্ষ্যে এ সভায় জেলার সচেতন নাগরিকরা অংশ নেন। এই সভায় কমিটির বিভিন্ন স্তরের সদস্যদের উপস্থিতিতে নতুন করে কমিটি পুনর্গঠন করার বিষয়ে আলোচনা হয়। এছাড়া আগামী দিনের সাংগঠনিক কার্যক্রম ও গণতন্ত্র সুরক্ষায় নাগরিক সমাজকে কীভাবে আরও কার্যকর ভূমিকা পালন করা যায়, সে বিষয়ে আলোচনা হয়। আলোচনায় অংশ নেন সুজনের নড়াইল কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা এস এ মতিন,সাধারণ সম্পাদক মো: মাহফুজুর রহমান লাবু,নড়াইল জজ কোর্টের পিপি এড, আব্দুল হক,,সহ-সাধারন সম্পাদক মো: তানজির হোসেন,সুজনের খুলনা বিভাগীয় সমন্বয়কারী মাসুদুর রহমান প্রমুখ।

আলেঅচনায় যে সকল সিদ্ধান্ত গৃহীত হয়। একটি গণতান্ত্রিক রাষ্ট্রে জনগণের সচেতনতা, সুসংগঠিত পদক্ষেপ ও সোচ্চার কণ্ঠস্বরই পারে গণতন্ত্রকে সকল প্রকার চ্যালেঞ্জ থেকে রক্ষা করতে। সুজন নড়াইল জেলা কমিটি সেই লক্ষ্যেই কাজ করে যাবে এবং জেলার প্রতিটি স্তরে সুশাসন প্রতিষ্ঠার জন্য প্রচেষ্টা অব্যাহত রাখবে। তারা আরও বলেন, কমিটি পুনর্গঠনের মাধ্যমে সুজন নড়াইল জেলা কমিটি নতুন উদ্দীপনায় তাদের কার্যক্রমকে আরও গতিশীল করবে।

সভায় গৃহীত নতুন কর্মপরিকল্পনার মধ্যে রয়েছে জনগণের ভোটাধিকার সুরক্ষায় সচেতনতা বৃদ্ধি, স্থানীয় নির্বাচনে সৎ ও যোগ্য প্রার্থী বাছাইয়ে নাগরিকদের উৎসাহিত করা, দুর্নীতি প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়ে তোলা এবং বিভিন্ন জন গুরুত্বপূর্ণ বিষয়ে সেমিনার ও গোলটেবিল বৈঠকের আয়োজন করা।

সভায় নড়াইল জেলার বিভিন্ন শ্রেণী-পেশার সচেতন নাগরিকবৃন্দ উপস্থিত ছিলেন এবং সুজনের লক্ষ্য অর্জনে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন