হোম খুলনানড়াইল নড়াইলে গ্রাম আদালত কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে অংশীজনদের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত

নড়াইলে গ্রাম আদালত কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে অংশীজনদের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত

কর্তৃক Editor
০ মন্তব্য 82 ভিউজ

নড়াইল প্রতিনিধিঃ

গ্রাম আদালত কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা তৈরি এবং এর প্রচারপ্রচারণা কার্যক্রম পরিচালনায় স্থানীয় অংশীজনদের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২০ অক্টোবর) সকালে নড়াইল জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইলের জেলা প্রশাসক  শারমিন আক্তার জাহান। স্বল্প খরচে দ্রুততম সময়ে ন্যায়বিচার প্রাপ্তির জন্য গ্রাম আদালতের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, “গ্রাম আদালত হলো প্রান্তিক মানুষের বিচারিক সেবা পাওয়ার প্রথম অন্যতম ভরসা। এই আদালতের কার্যকারিতা বাড়াতে এবং সাধারণ মানুষ যেন এর সুবিধা সম্পর্কে জানতে পারে, সেজন্য সকলকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

সভায় সভাপতিত্ব করেন স্থানীয় সরকারের উপপরিচালক, নড়াইল,জুলিয়া সুকায়না। তিনি তার বক্তব্যে গ্রাম আদালতের প্রচারপ্রচারণায় স্থানীয় সকল অংশীজনকে আরও সক্রিয় হওয়ার আহ্বান জানান। তিনি বলেন, “প্রচারণার মাধ্যমেই গ্রামীণ জনপদে গ্রাম আদালতের সুফল পৌঁছে দেওয়া সম্ভব।

সমন্বয় সভায় আরও উপস্থিত ছিলেন গ্রাম আদালতের ডিস্ট্রক্ট ম্যানেজার জেনারুল ইসলাম জিন্না,ওয়েভ ফাউন্ডেশনের লোহাগড়া উপজেলা সমন্বয়কারী রেজমিন সুলতানা, নড়াইল সদর উপজেলা সমন্বয়কারী মোঃ ওমর ফারুকবিভিন্ন বেসরকারি উন্নয়ন সংস্থার প্রতিনিধি এবং প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

উল্লেখ্য, ২০২৫ সালের জুলাই থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত নড়াইল জেলার ৩৯টি ইউনিয়নে গ্রাম আদালতে মোট ৪১৭টি মামলা দায়ের হয়। এর মধ্যে ৩৯১টি মামলা নিষ্পত্তি হয়েছে। এই সময়কালে ক্ষতিপূরণ বাবদ আদায় হয়েছে ৯২ লক্ষ ৫০ হাজার  টাকা

বক্তারা সকলেই নিজ নিজ অবস্থান থেকে গ্রাম আদালতের প্রচারণায় সহযোগিতার আশ্বাস দেন এবং জনসচেতনতা বৃদ্ধিতে কার্যকর কৌশল নির্ধারণের উপর গুরুত্বারোপ করেন। সভায় গ্রাম আদালত কার্যক্রমের বর্তমান অবস্থা ভবিষ্যতে করণীয় সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়।

উপস্থিত অংশীজনরা তাদের অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে জানান, ছোটখাটো বিরোধ নিষ্পত্তির জন্য উচ্চ আদালতে না গিয়ে ইউনিয়ন পরিষদ পর্যায়ে গ্রাম আদালতের মাধ্যমে ন্যায়বিচার পেলে সাধারণ মানুষের ভোগান্তি অর্থ ব্যয় বহুলাংশে কমে আসবে। সভা শেষে সকলে গ্রাম আদালতকে আরও কার্যকর করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন