হোম খুলনাযশোর মনিরামপুরে গ্রীনলাইন পরিবহনের ধাক্কায় এক বৃদ্ধ নিহত

মনিরামপুরে গ্রীনলাইন পরিবহনের ধাক্কায় এক বৃদ্ধ নিহত

কর্তৃক Editor
০ মন্তব্য 101 ভিউজ

মনিরামপুর(যশোর)প্রতিনিধি:
যশোরের মনিরামপুরে গ্রীনলাইন পরিবহনের একটি বাসের ধাক্কায় মোসলেম উদ্দীন বিশ্বাস (৭৮) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। নিহত মোসলেম বিশ্বাস সুন্দলপুর বাজার এলাকার মৃত নসিম বিশ্বাসের ছেলে। মঙ্গলবার সন্ধ্যার দিকে এ ঘটনাটি ঘটে যশোর-চুকনগর সড়কের মনিরামপুর উপজেলার সুন্দলপুর বাজারে।

স্থানীয়রা জানান, বিকেল সাড়ে ৫টার দিকে সুন্দলপুর বাজার জামে মসজিদে আসরের নামাজ শেষ করে রাস্তা পার হচ্ছিলেন বৃদ্ধ মোসলেম বিশ্বাস। এ সময় সাতক্ষীরা থেকে ছেড়ে আসা ঢাকাগামী গ্রীনলাইন পরিবহনের একটি বাস (নম্বর: ঢাকা মেট্রো ব ১১-৫২৯৬) তাকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন।

স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে মনিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. রাফিদা খাতুন তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের বড় ছেলে সাইফুল ইসলাম জানান, বাবা আসরের নামাজ পড়ে বাড়ি ফেরার সময় এই দুর্ঘটনা ঘটে। বাসটি অনেক দ্রুত গতিতে আসছিল।

মনিরামপুর থানার ওসি বাবলুর রহমান খান জানান, ঘাতক বাস আটক করা হয়েছে। তবে চালককে আটক করার চেষ্টা চলছে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন