হোম খুলনাবাগেরহাট কচুয়ায় দুর্বৃত্তদের হামলায় আহত যুবদল কর্মী মিন্টু নিহত

কচুয়ায় দুর্বৃত্তদের হামলায় আহত যুবদল কর্মী মিন্টু নিহত

কর্তৃক Editor
০ মন্তব্য 77 ভিউজ

জসিম উদ্দিন:

বাগেরহাটের কচুয়া উপজেলায় দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত যুবদল কর্মী জাহিদুল ইসলাম মিন্টু (৪০) চিকিৎসাধীন অবস্থায় খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে মারা গেছেন। সোমবার দিবাগত রাতের কোনো এক সময়ে নিজ বাড়ি তেই এই হামলার ঘটনা ঘটে। কচুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শামীম আহমেদ খান বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত জাহিদুল ইসলাম মিন্টুর বাড়ি কচুয়া উপজেলার শিবপুর গ্রামের মৃত এস এম আবু বকর এর ছেলে। তিনি কচুয়া উপজেলার রাড়িপাড়া ইউনিয়ন যুবদলের সভাপতি প্রার্থী ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মিন্টু সোমবার রাতে দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত হন। পরে স্বজনরা তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে মঙ্গলবার সকালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

ওসি মো. শামীম আহমেদ খান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “ঘটনার তদন্ত চলছে। নিহত মিন্টুর উপর হামলার কারণ জানতে পুলিশ মাঠে কাজ করছে।”

স্থানীয়রা জানান, জাহিদুল ইসলাম মিন্টুর দ্বিতীয় বিয়ে নিয়ে তার পারিবারিক জীবনে দীর্ঘদিন ধরে কলহ চলছিল। তার দুই স্ত্রীও বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতাল মর্গে রয়েছে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন