হোম অন্যান্যসারাদেশ মণিরামপুরে শ্যামকুড় বহুমূখী মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন অজিত ঘোষ

মণিরামপুরে শ্যামকুড় বহুমূখী মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন অজিত ঘোষ

কর্তৃক
০ মন্তব্য 132 ভিউজ

 মণিরামপুর (যশোর):

মণিরামপুরের ঐতিহ্যবাহি শ্যামকুড় বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং (এডহক) কমিটির সভাপতি হলেন উপজেলা আওয়ামীলীগের সাবেক শ্রম বিষয়ক সম্পাদক অজিত কুমার ঘোষ। নিয়মিত ম্যানেজিং কমিটি না থাকায় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, যশোর-বিদ্যালয়ের সার্বিক কার্যক্রমসহ নিয়মিত ম্যানেজিং কমিটি গঠনের লক্ষে আগামী ৬ মাসের জন্য তাকে সভাপতি হিসেবে নিয়োগ প্রদান করেছে। এ লক্ষে রোববার সকালে বিদ্যালয়ের হলরুমে আলোচনা ও নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। সভায় নবনির্বাচিত সভাপতিসহ অন্যান্য সদস্যদের বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও কর্মচারীদের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল কাদের, সহকারী প্রধান শিক্ষক আমজাদ হোসেন, ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক বিএম হাফিজুর রহমান হাফিজ, উপজেলা শ্রমিক লীগের যুগ্ম আহবায়ক জাহাঙ্গীর হোসেন, উপজেলা সেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক আবু রায়হান, ইউপি সদস্য ডাঃ মোস্তফা কামাল, সংরক্ষিত ইউপি সদস্য রওশন-আরা-রশিদ, ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মহিদুল ইসলাম, স্থানীয় আলহাজ্জ্ব রফিকুল ইসলাম রফিক, আব্দুর রশিদ, আলমগীর কবির শৈবাল, আব্দুল আজিজ, তরিকুল ইসলাম, মোস্তাফিজুর রহমান লাভলু, মেহেদী হাসান, জহিরুল ইসলাম, বিল্লাল হোসেন, ছাত্রলীগনেতা হোসাইন মুহাম্মদ আজাদ, জিএম মেহেদী হাসানসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও কর্মচারীবৃন্দ।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন