হোম খুলনাবাগেরহাট বাগেরহাটের মোংলায় ৮৮৬ পিচ ইয়াবাসহ মাদককারবারী আটক

বাগেরহাটের মোংলায় ৮৮৬ পিচ ইয়াবাসহ মাদককারবারী আটক

কর্তৃক Editor
০ মন্তব্য 92 ভিউজ
জসিম উদ্দিন:
মোংলা অঞ্চলের মাদককারবারের হোতা শফিকুল কে ৮৮৬ পিচ ইয়াবা সহ আটক করেছে পুলিশ।
মঙ্গলবার(৭ অক্টোবর) একটি খবর আসে পুলিশের কাছে। চট্রগ্রাম থেকে বড় একটি মাদকের চালান আসছে দক্ষিনাঞ্চলে।  যেটি মোংলা- খুলনা মহাসড়কের কাটাখালীতে ভাগবাটোয়ারা করে পাঠাবো হবে বিভিন্ন উপজেলাগুলোতে। এমন গোপন সংবাদ নিশ্চিত হয়ে মোংলা উপজেলায় সড়ক পথে প্রবেশের স্থানগুলোতে তল্লাশি বসায় পুলিশ। গভীররাতে দ্বীগরাজ এলাকায় একটি  মাহেন্দ্র তলাশি করা হয়। ওই সময় মাহেন্দ্রতে থাকা   শফিকুল হাওলাদার নামক ব্যাক্তিকে তল্লাশি করে তার কাছ থেকে ৮৮৬ পিচ ইয়াবা জব্দ করা হয়।
  মোংলার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো আনিসুর রহমান জানান,আটক শফিকুল হাওলাদার দীর্ঘদিন মাদককারবারের সাথে জড়িত। তার কাছ থেকে পুলিশ অনেক তথ্য সংগ্রহ করেছে। তিনি আরো জানান, পুলিশের লক্ষ মাদককারবারের মুলহোতাদের আইনের আওতায় আনা। এর আগে ৪ অক্টোবর দুইটি পৃথক অভিযানে তিন মাদককারবারী কে আটক করে পুলিশ।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন