হোম খেলাধুলা বিপুল ব্যবধানে বিসিবি পরিচালক নির্বাচিত হলেন পাইলট

বিপুল ব্যবধানে বিসিবি পরিচালক নির্বাচিত হলেন পাইলট

কর্তৃক Editor
০ মন্তব্য 73 ভিউজ

স্পোর্টস ডেস্ক:
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদের নির্বাচনে পরিচালক পদে নির্বাচিত হয়েছেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার খালেদ মাসুদ পাইলট। সোমবার (৬ অক্টোবর) রাজধানীর সোনারগাঁও হোটেলে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে সকাল দশটা থেকে ভোট গ্রহণ শুরু হয়। বিকাল ৪টায় শেষ হয় ভোট গ্রহণ। বর্তমানে চলছে ভোট গণনা।

ক্যাটাগরি-৩ থেকে কাউন্সিলর মনোনীত হয়ে পরিচালক পদের জন্য নির্বাচন করেছিলেন পাইলট। এই ক্যাটাগরিতে মোট ভোট দিয়েছেন ৪৩ জন। ৩৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন পাইলট।

তার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করা দেবব্রত পাল পেয়েছেন মাত্র ৭ ভোট। তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে কাউন্সিলর মনোনয়ন পেয়েছিলেন। বাকি একটি ভোট বাতিল হয়েছে বলে জানা গেছে।

খালেদ মাসুদ পাইলট ক্যাটাগরি ৩-এর সাবেক ক্রিকেটার ক্যাটাগরিতে কাউন্সিলর মনোনীত হয়েছিলেন। ক্রিকেটাররা ছাড়াও এই ক্যাটাগরিতে বিভিন্ন সংস্থা যেমন বাংলাদেশ পুলিশ, বাংলাদেশ আনসার থেকে ভোট দেওয়া হয়েছে।

বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে ভোট দেওয়া হয়েছে। এছাড়া জাতীয় ক্রীড়া পরিষদ মনোনীত পাঁচজন কাউন্সিলর এই ক্যাটাগরিতে ভোট দিয়েছেন। তাদের ভোটে পরিচালক নির্বাচিত হয়েছেন খালেদ মাসুদ পাইলট।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন