হোম রাজনীতি সরকারের ব্যর্থতার কারণে আবারও রাজপথে সক্রিয় হচ্ছে আওয়ামী লীগ: রুমিন ফারহানা

সরকারের ব্যর্থতার কারণে আবারও রাজপথে সক্রিয় হচ্ছে আওয়ামী লীগ: রুমিন ফারহানা

কর্তৃক Editor
০ মন্তব্য 55 ভিউজ

নিউজ ডেস্ক:

বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানা সতর্ক করেছেন, ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন না হলে প্রধান উপদেষ্টা পদ থেকে পদত্যাগ করতে পারেন এবং অনেক উপদেষ্টা বিদেশে গিয়ে আরামদায়ক জীবনযাপন শুরু করবেন। এতে দেশের রাজনৈতিক পরিস্থিতি অনিশ্চিততার মুখে পড়বে। এ সময় তিনি জানান, অন্তর্বর্তী সরকারের ব্যর্থতার কারণে আওয়ামী লীগ আবারও রাজপথে সক্রিয় হচ্ছে।

সম্প্রতি একটি টকশোতে উপস্থিত হয়ে রুমিন ফারহানা বলেন, “প্রধান উপদেষ্টা স্পষ্ট জানিয়েছেন, ফেব্রুয়ারির পর তিনি আর থাকবেন না। আর যদি রাজনৈতিক দলগুলো নির্বাচন সংক্রান্ত কোনো সিদ্ধান্ত নিতে ব্যর্থ হয়, তাহলে প্রধান উপদেষ্টা চলে যাবেন।” এনসিপি নেতা নাহিদ ইসলামের বক্তব্যের সাথে একমত পোষণ করে তিনি বলেন, “অনেক উপদেষ্টা ‘সেফ এক্সিট’ খুঁজছেন এবং এর জন্য তাদের খুব কষ্ট করতে হবে না। কারণ অধিকাংশ উপদেষ্টার দ্বৈত নাগরিকত্ব রয়েছে, তারা সহজেই দেশের বাইরে চলে যেতে পারবেন। শুধু দেশের বাইরে নয়, বিশ্বের শীর্ষস্থানীয় দেশগুলোতেও তারা ফিরে যেতে পারবে।”

রুমিন ফারহানা আরও বলেন, “যদি রাজনৈতিক দলগুলো ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন আয়োজন করতে ব্যর্থ হয়, তাহলে বাংলাদেশ একটি গভীর রাজনৈতিক ও সামাজিক অনিশ্চয়তার মধ্যে পড়বে।”

আওয়ামী লীগের রাজনীতির বিষয়ে তিনি জানান, “আওয়ামী লীগের মিছিল এখন আগের তুলনায় অনেক বেশি ঘনঘন এবং বড় আকারে হচ্ছে। ঢাকার গুরুত্বপূর্ণ সড়কগুলোতে তাদের মিছিল লক্ষ্য করা যাচ্ছে। তারা মোটেও স্তিমিত নয়। শুরুতে কিছু হতবিহ্বল অবস্থা দেখা গেলেও সরকারের ক্রমাগত ব্যর্থতা তাদের আবার সাহস যোগিয়েছে।”

প্রধান উপদেষ্টার সাম্প্রতিক ইন্টারভিউ প্রসঙ্গে রুমিন বলেন, “উনি বলেছেন, আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়নি, তাদের কার্যক্রম আপাতত স্থগিত রয়েছে এবং নির্বাচনে অংশগ্রহণের বিষয়টি নির্বাচন কমিশন নির্ধারণ করবে।” তবে প্রেস সচিব শফিকুল আলম এটিকে একটি অনুবাদজনিত ভুল হিসেবে ব্যাখ্যা করেছেন।

রুমিন ফারহানা আরও বলেন, “রাজনীতিবিদরা যখন কোনো বিষয় এড়াতে চান, তখন ‘পলিটিক্যাল সিকনেস’ বা রাজনৈতিক অসুস্থতার অজুহাত দেয়। যেমন কোনো মিটিং বা সমাবেশে যোগ দিতে না চাইলে অসুস্থতার কথা বলা হয়। আমি আমার ব্যাখ্যা দিয়েছি, মানুষ যার যার মতামত করবেন।”

সম্পর্কিত পোস্ট

মতামত দিন