নিজস্ব প্রতিনিধি :
ঘুষ , দূর্নীতি , নারীলোভী আচারন ও মাদকাসাক্ত অভিযোগ তুলে সাতক্ষীরার সিভিল সার্জন ডা. আব্দুস সালামের অপসারণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার( ৬ অক্টোবর) সকাল১১ টায় সাতক্ষীরা শহরের খুলনা রোড মোড়ে এ মানববন্ধনের আয়োজন করে স্থানীয় সামাজিক, সাংস্কৃতিক, পেশাজীবী সংগঠন সহ সাধারণ জনতা ।
জেলা ভূমিহীন সমিতির সভাপতি কওছার আলীর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, জেলা গণ আন্দোলন জোটের আহবায়ক অধ্যাপক ইদ্রিস আলী, জেলা ভূমিহীন সমিতির সাধারণ সম্পাদক আব্দুস ছামাদ, জেলা শ্রমিক দলের আংশিক আহবায়ক রেজাউল ইসলমা,নদী বন ও পরিবেশ রক্ষা কমিটির সাধারণ সম্পাদক মফিজুর রহমান, সাংগঠনিক সম্পাদক ফারুক হোসেন, জেলা ভূমিহীন সমিতির সহ সভাপতি শেখ হাফিজুর রহমান, মহিলা সম্পাদিকা নাজমা আক্তার নদী, দপ্তর সম্পাদক স্বপন পান্ডে সহ আরো অনেকে।
বক্তারা বলেন, সিভিল সার্জনের বিরুদ্ধে নানা অনিয়ম ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ দীর্ঘদিন ধরে চললেও প্রশাসন এখনো কোনো ব্যবস্থা নেয়নি। তারা অবিলম্বে ডা. আব্দুস সালামের অপসারণসহ তার বিরুদ্ধে প্রশাসনিক তদন্তের দাবি জানান।
মানববন্ধন শেষে বিক্ষুব্ধ অংশগ্রহণকারীরা সিভিল সার্জন অফিস ঘেরাও করতে গেলে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। পরে সাতক্ষীরা সদর থানার পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে সাতক্ষীরা সিভিল সার্জন ডা. আব্দুস সালাম জানান, আমার নামে সে সকল মিথ্যা অভিযোগ তুলে মানববন্ধন নামক যেসব কাহিনী করা হচ্ছে তার অনেক আগেই উচ্চ পর্যায়ে তদন্ত হয়েছে । আমি তাতে নির্দোষ প্রমানিত হয়েছি । একটি মিমাংসিত বিষয়ে কে বা কার প্ররোচনায় এই নাটক সাজানো হচ্ছে সেটি আমার জানা নেই । বর্তমানে আমি হাসপাতালের স্বেচ্ছাসেবীদের সরিয়ে দিতে চাইছি হয়তবা এটা কারোর স্বার্থে লাগছে , আমার ধারণা তারা এসব কাজ করছে ।