হোম খুলনাযশোর মনিরামপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত

মনিরামপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত

কর্তৃক Editor
০ মন্তব্য 69 ভিউজ

মনিরামপুর (যশোর) প্রতিনিধি:

র‌্যালী ও আলোচনা সভার মধ্যে দিয়ে মনিরামপুরে বিশ্ব শিক্ষক দিবস পারিত হয়েছে। দিবসটি উদযাপন উপলক্ষে সোমবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনের হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার নিশাত তামান্না। উপজেলা শিক্ষক উদযাপন কমিটির আয়োজনে মাধ্যমিক শিক্ষা অফিসার এএসএম জিল্লুর রশীদের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) আবু মুত্তালিব আলম, মহিলা ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আফরোজা মাহমুদ, প্রেসক্লাবের সভাপতি এসএম মজনুর রহমান, সরকারি বালিকা বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক তছির উদ্দিন, সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মমিমুনর রহমান, প্রভাষক মোঃ মহিবুল্লাহ, প্রধান শিক্ষক হামিদুল ইসলাম, মাকসুদুর রহমান, সহকারি শিক্ষক বিপ্লব কুমার দে প্রমুখ। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন কলেজ, মাধ্যমিক বিদ্যালয়, মাদ্রাসা ও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মন্ডলী উপস্থিত ছিলেন। সার্বিক অনুষ্ঠান সঞ্চালনা করেন মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার মোঃ মাসুদ হোসেন। আলোচনা সভার পূর্বে একটি র‌্যালী পৌরশহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন