হোম আন্তর্জাতিক পাকিস্তানের ইতিহাস­-ভূগোল বদলে দেব: ভারতের প্রতিরক্ষামন্ত্রী

পাকিস্তানের ইতিহাস­-ভূগোল বদলে দেব: ভারতের প্রতিরক্ষামন্ত্রী

কর্তৃক Editor
০ মন্তব্য 51 ভিউজ

আন্তর্জাতিক ডেস্ক:
পাকিস্তানের ইতিহাস এবং ভূগোল বদলে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। সম্প্রতি গুজরাটের সামরিক ঘাঁটিতে আয়োজিত এক অনুষ্ঠানে এই হুঁশিয়ারি দেন তিনি।

এ সময় রাজনাথ সিং বলেন, ভারত সীমান্তে কোনোরকম দুঃসাহস করলে পাকিস্তানের ইতিহাস ও ভূগোল বদলে যেতে পারে। স্যার ক্রিক সংলগ্ন অঞ্চলে পাকিস্তানের সামরিক অবকাঠামো তৈরির চেষ্টা ভারত কোনোভাবেই মেনে নেবে না।

রাজনাথ সিংয়ের বক্তব্যের রেশ ধরে পাকিস্তানকে আরও একবার সতর্ক করেছেন ভারতীয় সেনাবাহিনীর চিফ অব আর্মি স্টাফ জেনারেল উপেন্দ্র দ্বিবেদী। পাকিস্তানকে সতর্ক করে তিনি বলেন, পাকিস্তানের যেকোনো ধরনের পদক্ষেপের জবাবে ভারতীয় সেনাবাহিনী আর সংযম দেখাবে না।

এর প্রতিক্রিয়ায় কড়া বার্তা দিয়েছে পাকিস্তানও। নতুন করে সংঘাত বাঁধলে ভয়াবহ ধ্বংসযজ্ঞ ডেকে আনবে বলে সতর্ক করেছে পাকিস্তানের সেনাবাহিনী। আর পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী বলেছেন, যুদ্ধবিমানের ধ্বংসস্তুপের নিচেই কবর দেয়া হবে ভারতকে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন