হোম খুলনাসাতক্ষীরা সাতক্ষীরায় কাঠবোঝাই ট্রলি উল্টে চালকের সহকারী নিহত, চালক আহত

সাতক্ষীরায় কাঠবোঝাই ট্রলি উল্টে চালকের সহকারী নিহত, চালক আহত

কর্তৃক Editor
০ মন্তব্য 42 ভিউজ
নিজস্ব প্রতিনিধি :
সাতক্ষীরা-যশোর সড়কের ছয়ঘরিয়া এলাকায় কাঠবোঝাই‌ ইঞ্জিন চালিত ট্রলি চালকের সহকারী অসীম মন্ডল (২৬) নিহত হয়েছেন। এঘটনায় আহত হয়েছেন চালক জাহাঙ্গীর আলম (৪৫) । রোববার দুপুরে এঘটনা ঘটে। জাহাঙ্গীর আলম সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
নিহত অসীম মন্ডল সাতক্ষীরা সদর উপজেলার কুশখালী এলাকার বাসিন্দা। আর আহত জাহাঙ্গীর আলম উপজেলার শিকড়ি গ্রামের বাসিন্দা।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল হক জানান, কলারোয়ার দিক থেকে আসা কাঠ বোঝাই একটি ট্রলি সাতক্ষীরায় আসছিল। পথিমধ্যে ছয়ঘরিয়া এলাকায় আসলে ট্রলির পিছনের একটি চাকা পাংচার হয়ে গেলে ট্রলিটি উল্টে যায়।
এতে ট্রলির উপরে থাকা অসীম কাঠ চাপায় গুরুতর আহত হন। এছাড়া ট্রলির চালক জাহাঙ্গীর আলমও সড়কের উপর পড়ে গিয়ে আহত হন। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে সদর হাসপাতালে পাঠানোর সময় পথিমধ্যে অসীমের মৃত্যু হয়। এঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে বলে আরো জানান ওসি।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন