হোম খুলনাসাতক্ষীরা সাতক্ষীরার ভোমরা সীমান্ত থেকে মদসহ আটক-২

সাতক্ষীরার ভোমরা সীমান্ত থেকে মদসহ আটক-২

কর্তৃক Editor
০ মন্তব্য 61 ভিউজ

নিজস্ব প্রতিনিধি:

সাতক্ষীরায় গোয়েন্দা পুলিশের অভিযানে ৭ বোতল মদসহ দু’জনকে আটক করা হয়েছে। শনিবার ভোরে সদর উপজেলার ভোমরা সীমান্তের গাজীপাড়া এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো, ভোমরা গাজীপাড়ার মৃত মজিবর রহমান সরদারের ছেলে মোঃ খায়রুল ইসলাম (২২) এবং একই এলাকার মোঃ ইউনুস গাজীর ছেলে মোঃ রাকিব হোসেন (১৯)।

সাতক্ষীরা জেলা গোয়েন্দা পুলিশ সূত্রে জানা যয়, সাতক্ষীরার ভোমরা সীমান্ত দিয়ে ভারত থেকে বাংলাদেশে মাদকের একটি চালান আনা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ মোঃ নিজাম উদ্দীন মোল্যার নেতৃত্বে এসআই মোঃ হেমায়েত হোসেনসহ সঙ্গীয় ফোর্স সেখানে অভিযান চালায়। এসময় ভোমরা গাজীপাড়ার খায়রুল ইসলাম এর বসত বাড়ীর সামনে ইটের সলিং রাস্তার উপর থেকে তাকেসহ রাকিব হোসেনকে আটক করা হয়। এরপর তাদের কাছ ৭ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়। যার বাজার মুল্য অনুমানিক ৭ হাজার টাকা।

জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ মোঃ নিজাম উদ্দীন মোল্যা বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় সাতক্ষীরা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন