ইবি প্রতিনিধি :
‘ট্যুরিজম অ্যান্ড সাস্টেইনেবল ট্রান্সফর্মেশন’ প্রতিপাদ্যে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) বিশ্ব পর্যটন দিবস পালিত হয়েছে। শনিবার (২৭ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের উদ্যোগে নানা আয়োজনে দিবসটি পালিত হয়।
দিবসটি উপলক্ষে বেলা ১২টায় বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ভবনের সামনে শান্তির প্রতীক পায়রা উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। পরে বর্ণাঢ্য র্যালি, বৃক্ষরোপণ এবং একইসঙ্গে কেক কেটে বিভাগটির ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়। এছাড়া দিবসটি উপলক্ষ্যে আয়োজিত রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কৃত করা হয়।
এসময় উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ, উপ-উপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলী, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক ড. শেলীনা নাসরীন ও বিভাগটির সভাপতি সহকারী অধ্যাপক শরিফুল ইসলামসহ বিভাগের অন্য শিক্ষক ও শতাধিক শিক্ষার্থী। এ সময় পোশাকের মাধ্যমে বিভিন্ন দেশ ও ধর্মীয় সংস্কৃতি তুলে ধরেন শিক্ষার্থীরা।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, এই সাবজেক্টটি বর্তমান বিশ্বে অত্যন্ত গুরুত্ব পেয়েছে। এবছরের ট্যুরিজম দিবসের থিম অনেক গুরুত্বপূর্ণ। দেশে এবং বিদেশে ট্যুরিজমের উপর কাজ করার অনেক পরিধি রয়েছে। একসময় ট্যুরিজম সেক্টর অনেক পিছিয়ে ছিল। এর জন্য প্রশিক্ষিত দক্ষ জনশক্তি ছিল না। আমরা আশা করি এই বিভাগের শিক্ষার্থীরা ট্যুরিজম খাতকে অনেক দূর এগিয়ে নিতে ভূমিকা রাখবে।
প্রসঙ্গত, জাতিসংঘের বিশ্ব পর্যটন সংস্থার (ইউএনডব্লিউটিও) উদ্যোগে ১৯৮০ খ্রিষ্টাব্দ থেকে প্রতিবছর ২৭ সেপ্টেম্বর ‘বিশ্ব পর্যটন দিবস’ পালন করা হয়।