আন্তর্জাতিক ডেস্ক:
আফগানিস্তানের কাবুল থেকে উড়োজাহাজের চাকা রাখার বক্সে (ল্যান্ডিং গিয়ার) ঢুকে ভারতে চলে এসেছে এক কিশোর। স্থানীয় সময় গত রোববার বেলা ১১টায় কেএএম এয়ারলাইনসের একটি ফ্লাইট দিল্লিতে নামার পর ওই কিশোর সেখান থেকে বের হয়ে আসে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি ও ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে এ তথ্য জানা যায়।
কাবুল থেকে ছাড়ার পর উড়োজাহাজটি প্রায় দুই ঘণ্টায় দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। তখন ওই কিশোরকে পাওয়া যায়। এয়ারলাইনস কর্তৃপক্ষ বিমানবন্দরের নিরাপত্তা কর্মীদের বললে তারা ওই কিশোরকে আটক করে।
ওই কিশোর বিমানবন্দর কর্তৃপক্ষকে জানায়, সে আফগানিস্তানের কুন্দুজ শহরের বাসিন্দা। রোববার ভোরে সে গোপনে কাবুল বিমানবন্দরের ভেতরে ঢুকেছে। তারপর সবার চোখ এড়িয়ে যাত্রীদের একটি দলের সঙ্গে রানওয়েতে চলে যায়। সেখানে সে কেএএম এয়ারের উড়োজাহাজের ল্যান্ডিং গিয়ারের ভেতর লুকিয়ে পড়ে।
শুধু কৌতুহল থেকেই সে ল্যান্ডিং গিয়ারে উঠে বসেছিল বলে জানায়। বসার কিছুক্ষণের মধ্যেই চলতে শুরু করে উড়োজাহাজ। ফলে তখন আর লাফ দিয়ে নিচে নামার সাহস করতে পারেনি সে। পরে এদিন সন্ধ্যায় ওই কিশোরকে কাবুলগামী একটি ফ্লাইটে উঠিয়ে দেওয়া হয়।
উড়োজাহাজের চাকা রাখার বক্সে লুকিয়ে দেশ ছাড়ার চেষ্টা এটিই প্রথম নয়। এমন ঘটনায় মৃত্যুর ঝুঁকি ৭৭ শতাংশের বেশি। এভাবে লুকিয়ে দেশ ছাড়তে গিয়ে ১৯৪৭ সাল থেকে ২০২১ সাল পর্যন্ত ১৩২ জনের মৃত্যু হয়েছে।