নিজস্ব প্রতিনিধি:
জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় উপকূলীয় এলাকার বাসিন্দাদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার তাগিদ দিয়েছেন বিশিষ্ট জনেরা। সামাজিক সংস্থা ফ্রেন্ডশিপ আয়োজিত উপকূলীয় জনগোষ্ঠির মাঝে ছাগল বিতরণ কর্মসূচিতে এমন তাগিদ দেন তারা।
দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জেলা সাতক্ষীরার শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের মথুরাপুরে আয়োজিত ফ্রেন্ডশিপের কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে যোগ দেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ সুব্রত কুমার বিশ্বাস। এসময় মথুরাপুর গ্রামের ৩০টি পরিবারের মাঝে বিতরণ করা হয় ছাগল ও ভেড়া।
ফ্রেন্ডশিপ ট্রানজিশনাল ফান্ডের ছাগল বিতরণ কর্মসূচিতে আরো যোগ দেন, ঢাকা রিপোর্টার্স ইউনিটি ডিআরইউ-এর সহ-সভাপতি এবং দৈনিক নিউ নেশন পত্রিকার বিশেষ প্রতিনিধি গাজী আনোয়ার, সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এবং বাসস ও বাংলাভিশন টিভি চ্যানেলের জেলা প্রতিনিধি মোঃ আসাদুজ্জামান, ফ্রেন্ডশিপের প্রকল্প ব্যবস্থাপক জুয়েল হাসান, আঞ্চলিক সমন্বয়ক সাখাওয়াত হোসেন, প্রকল্প কর্মকর্তা আসাদুল হাসান, জামিল খান, হেদায়েত উল্লাহ খান, গ্লোবাল টেলিভিশনের সাতক্ষীরা জেলা প্রতিনিধি রাহাত রাজা প্রমুখ।
প্রধান অতিথি বলেন, ঝড়, বন্যা, জলোচ্ছাস বা লবনাক্ততার মত জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্ট প্রকৃতিক দুর্যোগে বিভিন্নভাবে আর্থিক ক্ষতির মুখে পড়েন উপকূলের বাসিন্দারা। তাই প্রাণিসম্পদ প্রতিপালন হতে পারে উপকূলবাসীর অর্থনৈতিক ক্ষতি কাটিয়ে ওঠার উপায়।
ফ্রেন্ডশিপের ট্রানজিশনাল ফান্ড (এ্যাসিস্ট্যান্স ফর সাসটেইনেবল ডেভেলপমেন্ট প্রজেক্ট) এএসডি কর্মসূচির আওতায় ৩০টি পরিবারের মাঝে বিতরণ করা হয় উক্ত ছাগল ও ভেড়া। শুধু ছাগল বিতরণ নয়, ফ্রেন্ডশিপ ট্রানজিশনাল ফান্ড- এএসডি’র মাধ্যমে নেয়া হয়েছে আরও কিছু কর্মসূচি।
বক্তারা বলেন, দেশের অন্যতম প্রাচীন জনপদ হলেও, কাঙ্খিত উন্নয়ন হয়নি সাতক্ষীরা জেলার বাসিন্দাদের। এর অন্যতম প্রধান কারণ জলবায়ু পরিবর্তন, যার ভয়াবহতা দৃশ্যমান হচ্ছে দিনকে দিন। তাই জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব এবং এর ফলে সৃষ্ট দুর্যোগ মোকাবেলায় বৃক্ষায়ন-সবুজায়নের পাশপাশি উপকূলীয় বাসিন্দাদের মাঝে অর্থনৈতিক কর্মকান্ড বাড়ানোর পরামর্শ দেন বক্তারা। এজন্য সরকারী-বেসরকারী বিভিন্ন সংস্থাকে এগিয়ে আসার তাগিদ দেন তারা।