হোম খুলনাবাগেরহাট মাছের ঘের থেকে যুবকের মৃতদেহ উদ্ধার

মাছের ঘের থেকে যুবকের মৃতদেহ উদ্ধার

কর্তৃক Editor
০ মন্তব্য 48 ভিউজ
মোল্লাহাট (বাগেরহাট)প্রতিনিধি
বাগেরহাটের মোল্লাহাট উপজেলাধীন উদয়পুর উত্তরকান্দি গ্রামে মাছের ঘের থেকে মাহফুজ শেখ (৪০) নামে এক যুবকের মৃতদেহ উদ্ধার করেছে এলাকাবাসী। আজ রবিবার (২১ সেপ্টেম্বর) দুপুর ১২টায় স্থানীয়রা মৃতদেহ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
জানাগেছে, নিহত ব্যক্তি উদয়পুর গ্রামের মোঃ আলী মিয়া শেখের ছেলে। তার দুই পায়ে রশি বাঁধার চিহ্ন রয়েছে। এ ঘটনাকে ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বর্তমানে তার মৃতদেহ মোল্লাহাট থানা হেফাজতে রয়েছে।
নিহতের পরিবারের দাবি, তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।মোল্লাহাট থানার ওসি মোঃ ফজলুল হক জানান, আইনি প্রক্রিয়ার মাধ্যমে ময়নাতদন্ত শেষে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। তার পায়ে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে বিষয়টা নিশ্চিত করা যাবে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন