হোম খেলাধুলা শীর্ষস্থান থেকে ১৯ রান দূরে লিটন

শীর্ষস্থান থেকে ১৯ রান দূরে লিটন

কর্তৃক Editor
০ মন্তব্য 54 ভিউজ

স্পোর্টস ডেস্ক:
চলমান এশিয়া কাপের সুপার ফোর পর্ব শুরু হতে যাচ্ছে। সুপার ফোরে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। তার আগে অনন্য এক রেকর্ডের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে টাইগার অধিনায়ক লিটন দাস। আর মাত্র ১৯ রান করলেই সাকিব আল হাসানকে টপকে টি-টোয়েন্টিতে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রানের মালিক হবেন লিটন।

শনিবার (২০ সেপ্টেম্বর) দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে লঙ্কানদের বিপক্ষে মাঠে নামবে টাইগাররা। টি-টোয়েন্টিতে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রানের মালিক সাকিব। ২০০৬ সালে অভিষেক হওয়ার পর ১২৯ ম্যাচে ২৩.১৯ গড়ে ২ হাজার ৫৫১ রান করেছেন তিনি।

এই তালিকায় দ্বিতীয় স্থানে আছেন লিটন। এখন পর্যন্ত ১১৩ ম্যাচে ২৩.৮৯ গড়ে ২ হাজার ৫২৪ রান করেছেন তিনি। সাকিবকে টপকে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ রানের মালিক হতে এখন ১৯ রান প্রয়োজন লিটনের।

চলতি এশিয়া কাপে বাংলাদেশের প্রথম ম্যাচে হংকংয়ের বিপক্ষে ৫৯ রানের ইনিংসের পর শেষ দুই ম্যাচে শ্রীলঙ্কা ও আফগানিস্তানে বিপক্ষে যথাক্রমে- ২৮ ও ৯ রান করেন লিটন।

সম্প্রতি সাকিবকে টপকে টি-টোয়েন্টিতে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ হাফ-সেঞ্চুরির মালিক হন লিটন। সাকিবের ১৩ হাফ-সেঞ্চুরির রেকর্ড ভাঙ্গেন তিনি। বর্তমানে বাংলাদেশ অধিনায়ক লিটনের অর্ধশতক ১৫টি।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন