মনিরামপুর (যশোর) প্রতিনিধিঃ
নেতৃত্ব নিয়ে প্রতিযোগিতার অন্তকোন্দলকে কেন্দ্র করে মনিরামপুর উপজেলার নেহালপুর ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক জিএম খলিলুর রহমানের বিরুদ্ধে একটি কুচক্রী মহল ষড়যন্ত্রে মেতে উঠেছে বলে অভিযোগ উঠেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমকে হাতিয়ার করে তার বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে। তবে এসব ষড়যন্ত্রকে পাত্তা না দিয়ে তিনি জেলা-উপজেলা বিএনপির নেতৃবৃন্দ ও মিডিয়া কর্মীদের কাছে নিরাপক্ষ তদন্তের দাবী জানিয়েছেন। জানা গেছে, উপজেলার নেহালপুর ইউনিয়ন বিএনপির (সাময়িক পদ স্থগিত) সাধারণ সম্পাদক জি এম খলিলুর রহমান দীর্ঘদিন ধরে এলাকায় জনসেবক হিসেবে পরিচিত। তারপরেও বিগত আওয়ামীলীগ সরকারের আমলে তার বিরুদ্ধে প্রায় দুই ডজন রাজনৈতিক হয়রানীমূলক মামলার শিকার হয়ে তাকে জেল-জুলুম বরণ করতে হয়। ২০২২ সালে বিএনপির ইউনিয়ন কমিটি গঠনে গনতন্ত্র পদ্ধতিতে সরাসরি নির্বাচন করে জিএম খলিলুর রহমান বিপুল ভোটের ব্যবধানে সাধারণ সম্পাদক নির্বাচিত হন। তবে তার এই জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে রাজনৈতিক প্রতিপক্ষ একটি পক্ষ স্থানীয় কতিপয় কুচক্রী মহলকে ম্যানেজ করে তার বিরুদ্ধে বিভিন্ন যড়যন্ত্রে মেতে উঠেছে। তারা বানোয়াট অভিযোগ খাড়া করে সামাজিক যোগাযোগ মাধ্যমকে হাতিয়ার হিসেবে ব্যবহার করে তার বিরুদ্ধে বিভিন্ন অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ করেছেন তিনি ও দলের নেতাকর্মীরা। সম্প্রতি একটি চক্র জিএম খলিলুর রহমানের নামে মাদকাসক্তসহ এক নারীকে ব্যবহার করে নানা বানোয়াট অভিযোগ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো হয়। এই প্রসঙ্গে নেহালপুর ইউনিয়নের পাঁচাকড়ি গ্রামের শিপ্রা রায় বলেন, একটি কুচক্র মহলের কুপ্ররোচনায় পড়ে খলিল কাকার বিরুদ্ধে আমার বলা কথাগুলো সঠিক নয়। আমার জানামতে সে একজন ভালো মানুষ। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো ভিডিও বার্তাটি মিথ্যা ও বানোয়াট। নেহালপুর ইউনিয়ন বিএনপির নেতা রফিকুল ইসলাম মোড়ল বলেন, খলিল ভাইয়ের জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে রাজনৈতিক প্রতিপক্ষ একটি চক্র তার বিরুদ্ধে গভীর ষড়যন্ত্রে মেতে উঠেছে। তারা নেতৃবৃন্দর কাছে ও সামাজিক যোগাযোগ মাধ্যমে তার বিরুদ্ধে মিথ্যা ও যড়যন্ত্রমূলক প্রচারণা চালানো হচ্ছে। ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জিএম খলিলুর রহমান বলেন, সারা জীবন আমি মানুষের জন্য রাজনীতি করেছি, তাদের কল্যাণে সব সময় অগ্রণী ভূমিকা পালন করব। যড়যন্ত্র করে মানুষের মন থেকে আমাকে ভালোবাসা বিচ্ছিন্ন করা যাবে না। জনগণই একদিন এসব যড়যন্ত্রকারীদের দাঁতভাঙ্গা জবাব দেবে।