নিজস্ব প্রতিনিধি:
জবাবদিহিতা ও মানবাধিকার সংস্কৃতিকে এগিয়ে নিতে সাতক্ষীরা সদর উপজেলার ডিজিটাল কর্নার রুমে এক গোলটেবিল সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৬ সেপ্টেম্বর) মানবাধিকার সংগঠন স্বদেশ ও আইন ও সালিশ কেন্দ্র (আসক) এর যৌথ আয়োজনে এ সভার আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন স্বদেশের নির্বাহী পরিচালক জনাব মাধব চন্দ্র দত্ত। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এস এম আজিজুল হক।
এ সভায় বক্তারা বলেন, নাগরিক সেবায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা, মৌলিক সেবা প্রদানের ক্ষেত্রে রাষ্ট্রের নীতিমালার সঠিক প্রয়োগ, সেবাদানকারী প্রতিষ্ঠানে সৌহার্দ্যপূর্ণ পরিবেশ সৃষ্টি, সিটিজেন চার্টার ও সরকারি-বেসরকারি ওয়েবসাইট হালনাগাদ, অক্ষম ব্যক্তি ও সুবর্ণ নাগরিকদের অগ্রাধিকার প্রদান এবং যুব সমাজের জন্য অভিগম্যতা বৃদ্ধির উদ্যোগ গ্রহণ জরুরি। পাশাপাশি সাতক্ষীরায় ঘটে যাওয়া মানবাধিকার লঙ্ঘন সংক্রান্ত ঘটনাগুলো গুরুত্বসহকারে বিবেচনা করার আহ্বান জানান তারা।
সভায় আরও বক্তব্য রাখেন সদর থানার এসআই তুফান দুলাল মণ্ডল, সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার মো: আবুল হোসেন, পিআইও মো: শহিদুল ইসলাম, সিনিয়র সাংবাদিক কল্যাণ ব্যানার্জী, এডভোকেট নাজমুন নাহার, সাংবাদিক সাকিবুর রহমান বাবলা, শিক্ষক মো: মোমিনুল ইসলাম ও আশরাফুর রহমান, ক্রিসেন্ট নির্বাহী পরিচালক আবু জাফর সিদ্দিক, জেলা কাজী সমিতির সভাপতি শেখ মাহবুবর রহমান, আসক সুফাসেক প্রকল্পের প্রোজেক্ট ম্যানেজার শিল্পী শর্মা, নাগরিক কমিটির সদস্য আলী নূর খান বাবলু এবং ইউথ গার্লস গ্রুপ আহ্বায়ক শাহানাজ পারভীন।
সভাটি সঞ্চালনা করেন স্বদেশের প্রোগ্রাম অফিসার মো: আজাহারুল ইসলাম।