হোম খুলনাসাতক্ষীরা সাতক্ষীরায় বাড়ির গ্রীলের তালা ভেঙে দুধর্ষ চুরি, প্রায় ৩০ ভরি স্বর্ণলাংকার খোয়া

সাতক্ষীরায় বাড়ির গ্রীলের তালা ভেঙে দুধর্ষ চুরি, প্রায় ৩০ ভরি স্বর্ণলাংকার খোয়া

কর্তৃক Editor
০ মন্তব্য 71 ভিউজ

নিজস্ব প্রতিনিধি:

সাতক্ষীরায় গ্রীলের তালা ভেঙে দুধর্ষ চুরি সংঘটিত হয়েছে। চোরেরা এসময় প্রায় ৩০ ভরি স্বর্ণলাংকার নিয়ে গেছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী পরিবার। শনিবার দিবাগত রাতের কোন এক সময় সাতক্ষীরার পৌরসভার উত্তরকাটিয়া এলাকার আমির হোসেন খান চৌধুরীর বাড়িতে এ চুরির ঘটনাটি ঘটে।

ভুক্তভোগী আমির হোসেন খান চৌধুরী জানান, তার দুইতলা বিশিষ্ট্য বাড়ির উপর তলায় তিনি থাকেন। নিচ তলায় তার মাতা মর্জিনা খাতুন থাকলেও শুক্রবার তিনি (মাতা মর্জিনা) ভাইয়ের বাড়িতে বেড়াতে গিয়েছিলেন। এর ফলে মায়ের ঘর ফাঁকা ছিলো। এছাড়া তার স্ত্রীও বাড়িতে ছিলেন না। প্রতিদিনের ন্যায় তিনি রাতে নিজ কক্ষে ঘুমিয়ে পড়েন। সকালে ছোট ভাইয়ের ডাকা ডাকিতে ঘুম ভেঙে শোনেন ছোট ভাইয়ের ঘরের দরজা বাইরে থেকে লক করা। পরে দেখেন মায়ের ঘরের গ্রীলের তালা ভাঙা এবং আলমারি ভাঙা। ভেতরে থাকা প্রায় ৩০ ভরি স্বর্ণালংকার নেই।

তার মাতা মর্জিনা খানম জানান, দুই মেয়ে ঢাকায় থাকে। ঢাকায় এতগুলো গহনা নেওয়া ঠিক হবে না তাই তারা সেগুলো আমার কাছে রেখে গিয়েছিল। শুক্রবার ভাইয়ের বাড়িতে বেড়াতে গিয়েছিলাম। আজ সকালে বড় ছেলে ফোন করে বিস্তারিত জানালো। মেয়েদের আমি এখন কি বুঝ দেবো।
ছোট ভাই আকবর হোসেন খান চৌধুরী জানান, সকালে ঘুম ভাঙার পর দেখি আমার ঘরের দরজা বাইরে থেকে লক করা। পরে বড় ভাইকে ডেকে তালা খোলার পর দেখি মায়ের ঘর খোলা। ঘরে গিয়ে দেখা যায় সব কিছু তছনছ করা। ঘরে আমার দুই বোনের প্রায় ৩০ ভরি স্বর্ণের গহনা রক্ষিত ছিলো। সবই চোরেরা নিয়ে গেছে।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল হক ঘটনাস্থল পরিদর্শন শেষে জানান, এব ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহনের কার্যক্রম চলমান রয়েছে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন