হোম খুলনাযশোর কেশবপুরে পিএফজির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

কেশবপুরে পিএফজির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

কর্তৃক Editor
০ মন্তব্য 41 ভিউজ
পরেশ দেবনাথ:
“সংঘাত নয়, শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি” স্লোগানকে সামনে রেখে কেশবপুর পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি)-এর উদ্যোগে পিএফজির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়। এফসিডিওর অর্থায়নে এবং দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের এমআইপিএস প্রকল্পের আওতায় আয়োজিত এ সভায় রাজনৈতিক, ধর্মীয় ও জাতিগত সম্প্রীতি জোরদারে বিভিন্ন প্রস্তাব গ্রহণ করা হয়।
শণিবার (১৩ সেপ্টেম্বর-২৫) বিকেলে কেশবপুর মাইকেল রোডে গরুহাটা সংলগ্ন পরিত্রাণ কার্যালয়ের সভাকক্ষে সভায় প্রবীণ সাংবাদিক পরেশ চন্দ্র দেবনাথ-এর সভাপতিত্বে এবং পিএফজির সমন্বয়কারী মুনছুর আজাদ-এর সঞ্চালনায় মূল বক্তব্য উপস্থাপন করেন, এমআইপিএস প্রকল্পের যশোর রিজিওনের ফিল্ড কো-অর্ডিনেটর আশরাফুজ্জামান।
এসময় পিস অ্যাম্বাসেডর, কেশবপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক আলাউদ্দিন আলা, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক ও সিনিয়র সাংবাদিক মোতাহার হোসাইন, সাংবাদিক আব্দুল করিম, জাতীয় পার্টির দপ্তর সম্পাদক এম এ মান্নান, সিএসও কোয়ালিশনের সভাপতি ও পিস অ্যাম্বাসেডর সুফিয়া পারভীন শিখা, ইউপি সদস্য শাহানাজ পারভীন, দলিত প্রতিনিধি সুজন দাশ, খ্রীষ্টান মিশনারীর লুইস বিশ্বাস, বালিয়াডাঙ্গা আলআরাফা জামে মসজিদের খতিব ও ধর্মীয় আলোচক হাফেজ মাওলানা হাফিজুর রহমান, ইমাননগর এম,বি,জি দাখিল মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার ও জাতীয়তাবাদী উলামা দলের সভাপতি মাওলানা শরিফুল ইসলাম, উপজেলা ব্রাহ্মন সংসদ-এর সাধারণ সম্পাদক, বালিয়াডাঙ্গা দেবালয় ট্রাস্টের সর্বমঙ্গলা কালীমন্দিরের স্থায়ী পুরোহিত, ভালুকঘর বহুমূখী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাঃ সম্পাদক বাসুদেব গোস্বামী-সহ স্থানীয় রাজনৈতিক, ধর্মীয় ও জাতিগত সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা সহিংসতার সাথে যুক্ত ব্যক্তিদের সম্প্রীতির অনুষ্ঠানে অন্তর্ভুক্ত করা, জোরপূর্বক রাজনীতিতে সম্পৃক্ত করার প্রবণতা বন্ধ, ধর্মকে ব্যক্তিস্বার্থে ব্যবহার রোধ, নেতৃত্ব উন্নয়ন এবং ধর্মীয় অনুভূতির প্রতি সম্মান প্রদর্শনের উপর গুরুত্ব আরোপ করেন। জুলাই–সেপ্টেম্বর ২০২৫ পর্যন্ত কার্যক্রমের অগ্রগতি তুলে ধরা হয় এবং অক্টোবর–ডিসেম্বর ২০২৫ এর ত্রৈমাসিক কর্মপরিকল্পনা চূড়ান্ত করা হয়।
সভাটি কেশবপুরে শান্তি ও সম্প্রীতির পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে একটি ইতিবাচক পদক্ষেপ হিসেবে প্রশংসিত হয়েছে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন