ইবি প্রতিনিধি:
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শাহ আজিজুর রহমান হল পুকুর থেকে সাজিদ আব্দুল্লাহর লাশ উদ্ধারের প্রায় দুই মাস পর হত্যা মামলার তদন্তভার ক্রাইম ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট (সিআইডি) এর কাছে হস্তান্তর করা হয়েছে। গত ৩ সেপ্টেম্বর অ্যাডিশনাল ডিআইজি (ক্রাইম-রেঞ্জ) জান্নাতুল হাসান স্বাক্ষরিত এক আদেশে আনুষ্ঠানিকভাবে এ হস্তান্তর করা হয়।
মামলার তদন্তভার হস্তান্তর প্রসঙ্গে বলা হয়, সাজিদ হত্যার বিষয়ে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি, কুষ্টিয়া) থানার মামলা নম্বর-০২, ৪ আগস্ট কার্যবিধির ৩০২/২০১/৩৪ ধারা মোতাবেক মামলাটির তদন্তভার নির্দেশক্রমে সিআইডির নিকট হস্তান্তর করা হলো।
থানা সূত্র জানায়, সাজিদ হত্যা ইস্যুতে গত ৪ আগস্ট তার বাবা আহসান হাবিবুল্লাহ ইবি থানায় একটি মামলা দায়ের করে। তিনি সিআইডির মাধ্যমে তদন্ত সম্পন্ন করার দাবি জানান। তারই প্রেক্ষিতে সিআইডির হাতে তদন্তভার দেওয়ার প্রস্তুতি চলে। লিখিত আদেশ প্রস্তুত করা দীর্ঘমেয়াদি হওয়ার কারণে মৌখিক আদেশের ভিত্তিতে সিআইডি তদন্ত শুরু করে।
ইবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, সাজিদের বাবার আবেদনের প্রেক্ষিতে হত্যা মামলার তদন্তের দায়িত্ব সিআইডিকে হস্তান্তরের ব্যাপারে তখনি আমরা কাজ শুরু করেছিলাম। বিধি মোতাবেক পুলিশ হেডকোয়ার্টারে আবেদনটি জমা হয়েছে। সর্বশেষ তথ্য অনুযায়ী, পুলিশ হেডকোয়ার্টারে তদন্তভার সিআইডিকে হস্তান্তরের বিষয়ে একটা অনুমোদন হয়েছে।
উল্লেখ্য, গত ১৭ জুলাই বিকেলে শাহ আজিজুর রহমান হল পুকুর থেকে আল কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের ২০২১-২২ বর্ষের শিক্ষার্থী সাজিদের লাশ উদ্ধার করা হয়। ভিসেরা রিপোর্ট অনুযায়ী সাজিদকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। হত্যার ঘটনায় প্রায় ২ মাস পর আনুষ্ঠানিকভাবে তদন্তের দায়িত্ব পায় ক্রাইম ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট (সিআইডি)।